Kurseong Unknown Facts: এখানকার মানুষ মরে না, প্রত্যেকেই অমর
মৃত্যুতে সব শেষ। এমন যদি হত মৃত্যুর পরেও আপনি থেকে গেলেন। হ্যাঁ কার্সিয়ং থেকে ১০ কিলোমিটার পাহাড়ের ঢাল বেয়ে নীচে নামলে একটা ছোট্ট গ্রাম। পুরোটাই চা বাগানে ঘেরা।
মৃত্যুতে সব শেষ। এমন যদি হত মৃত্যুর পরেও আপনি থেকে গেলেন। হ্যাঁ কার্সিয়ং থেকে ১০ কিলোমিটার পাহাড়ের ঢাল বেয়ে নীচে নামলে একটা ছোট্ট গ্রাম। পুরোটাই চা বাগানে ঘেরা। যোগাযোগের একটাই রাস্তা। সরু, পাহাড়ি দুর্গন রাস্তা। গ্রামে ২০-৩০ টা পরিবার। এই গ্রামে প্রত্যেকেই অমর। কারণ, মৃত্যুর পর স্মৃতিতে বাঁচেন তাঁরা। পাহাড়ের বাঁকে বাঁকে বসার জায়গায় তাঁদের নাম খোদাই করা। পরিশ্রান্ত পথিকের জন্য এই বসার জায়গাকে স্থানীয় ভাষায় বলে চৌত্রা। তবে সবচেয়ে বিস্ময়কর, যে পরিবার এই স্মৃতি মাখানো বসার জায়গাখানা তৈরি করবে, তাঁদের কোনও সদস্য এখানে বসবে না। পাহাড়ের বাঁকে বাঁকে এই সংস্কৃতি। সুন্দর গ্রামটাকে যেন আরও সুন্দর করে দিয়েছে স্মৃতি। এখানকার মানুষেরা এভাবেই অমর।