Urfi Javed: সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
Urfi Javed: তিনি সোশাল মিডিয়ার সেনসেশন। আজব ফ্যাশনে এক সেকেন্ডেই ভাইরাল হয়ে যান। ঠোঁটকাটা বিন্দাস উরফির এমন স্বাধীনচেতা মনোভাব একদিকে যেমন অনেকের পছন্দ, আবার অনেকেই অপছন্দ করেন তাঁকে। এমনকী, অনেকে তাঁর এই আজব ফ্যাশনকে অশ্লীল বলে দাগিয়ে নানা হুমকিও দিয়েছেন।
তিনি সোশাল মিডিয়ার সেনসেশন। আজব ফ্যাশনে এক সেকেন্ডেই ভাইরাল হয়ে যান। ঠোঁটকাটা বিন্দাস উরফির এমন স্বাধীনচেতা মনোভাব একদিকে যেমন অনেকের পছন্দ, আবার অনেকেই অপছন্দ করেন তাঁকে। এমনকী, অনেকে তাঁর এই আজব ফ্যাশনকে অশ্লীল বলে দাগিয়ে নানা হুমকিও দিয়েছেন। তবে সে সবে ভ্রুক্ষেপ করেননি উরফি। কিন্তু এবার সেই উরফিই ভয়ে কেঁপে উঠলেন। সারারাত চোখের পাতা এক না করে, দুশ্চিন্তায়। তারপর ভোর হতেই ছুটলেন পুলিশে! উরফির জীবনে এক নতুন বিপদ। যার কারণে রবিবার সারারাত ঘুমতে পারেননি উরফি ও তাঁর বোন। তারপর সকাল হতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন উরফি ও তাঁর বোন। সোশাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন উরফি। সঙ্গে লিখেছেন, ভেবেছিলাম মুম্বই শহর খুবই নিরাপদ! তবে ঠিক কী ঘটেছে উরফির সঙ্গে তা স্পষ্ট করে জানাননি উরফি।