Sohini Banerjee Marriage: সাড়ে ১০ বছরের প্রেম, এবার বিয়ে ‘উড়ন তুবড়ি’র নায়িকার

Sohini Banerjee Marriage: সাড়ে ১০ বছরের প্রেম, এবার বিয়ে ‘উড়ন তুবড়ি’র নায়িকার

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jan 06, 2024 | 10:30 PM

টলিপাড়ায় আবার বিয়ের সানাই। সাড়ে ১০ বছরের প্রেম পর্বের পর বিয়ে করছেন ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালের নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায়। স্কুলের প্রতিযোগিতায় প্রথম দেখা হয়েছিল তাঁদের। সেখানেই বন্ধুত্ব, তার পর শুরু প্রেম। প্রেমিক জয়সূর্য গুপ্ত কর্মসূত্রে থাকেন লন্ডনে। পেশায় ইঞ্জিনিয়ার।

মর্মান্তিক দুর্ঘটনা
নতুন বছরের শুরুতেই মিলল দুঃসংবাদ। ছুটি কাটিয়ে ফেরার পথে বিমান দুর্ঘটনার জেরে প্রাণ হারালেন হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার। বিমান দুর্ঘটনার শিকার তাঁর দুই কন্যাও। মারা গেলেন বিমানচালকও। পরিবারের এই মুহূর্তে শোকের আবহ।

রূপমের কনসার্টে বিপত্তি
মধ্যমগ্রামের পর এবার দমদম। শুক্রবার সন্ধ্যায় রূপম ইসলামের কনসার্টে বিপত্তি। ভিড় ক্রমেই বাড়তে থাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। শেষে বাধ্য হয়ে পুলিশকে লাঠি চার্জও করতে হয়। যদিও এবার এখনও এই প্রসঙ্গে মুখ খোলেননি রূপম ইসলাম।

শ্রুতিকে বার্তা
৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে ‘আমার বস’ ছবির শুটিং, যেখানে আবারও বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী শ্রুতি দাসকে। পাশাপাশি এই ছবিতে দেখা যাবে রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেও। এবার শ্রুতি সামনে আনলেন তাঁর স্ক্রিপ্ট। সোশ্যাল মিডিয়ায় সেই স্ক্রিপ্টের পোস্ট শেয়ার করে শ্রুতি ধন্য়বাদ জানিয়েছেন পরিচালক জুটির অন্যতম নন্দিতা রায়কে।

মিশুকের জন্মদিন
ছেলে তৃষাণজিতের জন্মদিন বলে কথা। বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিশেষ পোস্ট থাকবে না, তা কি হয়? ছবি শেয়ার করে টলিপাড়ার ‘বুম্বাদা’ লিখলেন, ”শুভ জন্মদিন মিশুক। তোমার প্রতিটা কাজে সাফল্য আসুক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সব সময় ভাল মানুষ হয়ে থেকো। আমার ভালবাসা ও আশীর্বাদ সব সময় রয়েছে সঙ্গে।”

শীঘ্রই বিয়ে
টলিপাড়ায় আবার বিয়ের সানাই। সাড়ে ১০ বছরের প্রেম পর্বের পর বিয়ে করছেন ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালের নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায়। স্কুলের প্রতিযোগিতায় প্রথম দেখা হয়েছিল তাঁদের। সেখানেই বন্ধুত্ব, তার পর শুরু প্রেম। প্রেমিক জয়সূর্য গুপ্ত কর্মসূত্রে থাকেন লন্ডনে। পেশায় ইঞ্জিনিয়ার।

সঙ্গীকে চুম্বন
পুরুষ বন্ধুকে ঠোঁটে চুম্বনরত অবস্থায় এক ছবি পোস্ট করে এখন আলোচনার কেন্দ্রতে অভিনেতা ও বাচিকশিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। ছবি শেয়ার করে লিখেছেন, “না, ও আমার প্রেমিক নয়। তাই আপনার ভাবনাকে লাগাম পরিয়ে ততটুকু পর্যন্তই রাখুন, যতদূর পর্যন্ত বিষয়টা সুন্দর। ও আমার এক স্কুলের বন্ধু। এবং আমরা যেটা করতে ভালোবাসি, যা করে ভালো থাকি, সেটাই করি।’

শেষ হচ্ছে ‘ইচ্ছেপুতুল’?
TRP-র তালিকায় সেরা না হলেও জি বাংলার ধারাবাহিক ‘ইচ্ছেপুতুল’-এর জনপ্রিয়তা ছিল ভালই। তবে জানুয়ারি মাস পড়তেই শোনা যাচ্ছে, শেষ হতে চলেছে এই ধারাবাহিক। জল্পনা তুঙ্গে থাকলেও এখনও স্টাররা এই নিয়ে কোনও মন্তব্যই করতে রাজি নন। সূত্রের খবর, তাঁদের কাছে এখনও তেমন কোনও নির্দেশ পৌঁছয়নি।

দীপিকার প্ল্যান
দীপিকা পাড়ুকোনের জন্মদিন বলে কথা। রণবীর সিং-এর বিশেষ প্ল্যান থাকবে না, তা কি হয়? যদিও দীপিকা এখন ‘ফাইটার’ ছবির শেষ পর্যায়ের কাজ নিয়ে ব্যস্ত। তাই খানিকটা সময় বের করে নিয়ে তিনি রণবীরের সঙ্গে সুন্দর একটি সন্ধ্যা কাটালেন শুক্রবার, ৫ জানুয়ারি। কিছুটা আড্ডা, বাকিটা গালা ডিনার। পাপারাৎজিদের ক্যামেরায় ফ্রেমবন্দি সেই মুহূর্ত।

বয়স নিয়ে কটাক্ষ
হনিমুন সেরে স্ত্রী সুরহা খানকে নিয়ে দেশে ফিরছিলেন আরবাজ খান। বিমানবন্দরের পাপারাৎজির ফ্রেমবন্দী হতেই চরম কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে। আরবাজের বয়স ৫৭, স্ত্রীর বয়স ৪১। যা জানতে পেরে নেটিজেনদের একটা বড় অংশের মন্তব্য, “মনে হচ্ছে বাবা-মেয়ে যাচ্ছে।”