Night Cream Tips: সানস্ক্রিন না নাইট ক্রিমে এই সিরাম মাখবেন?
রোজ ডায়েটে বেশি করে শাকসবজি ও ফল খান। মুখে ভিটামিন সি সিরামও ব্যবহার করতে পারেন। অনেকে সানস্ক্রিনের সঙ্গে ভিটামিন সি সিরাম ব্যবহার করেন। আবার কেউ নাইট ক্রিমের সঙ্গে ভিটামিন সি সিরাম ব্যবহার করেন।
অনেকেই ত্বকের যত্ন নেওয়ার জন্য ভিটামিন সি সিরাম ব্যবহার করেন। এই ভিটামিন আপনার ত্বকের ওপর কী কী উপকার করে জানেন? ভিটামিন সি য়ের অভাবে ব্রণ ও বলিরেখা দেখা যায়। রোজ ডায়েটে বেশি করে শাকসবজি ও ফল খান। মুখে ভিটামিন সি সিরামও ব্যবহার করতে পারেন। অনেকে সানস্ক্রিনের সঙ্গে ভিটামিন সি সিরাম ব্যবহার করেন। আবার কেউ নাইট ক্রিমের সঙ্গে ভিটামিন সি সিরাম ব্যবহার করেন। কিন্তু সঠিক সময় ভিটামিন সি সিরাম মাখতে হবে। না হলে কোনও উপকার পাবেন না। সানস্ক্রিনের সঙ্গে ভিটামিন সি সিরাম দিনের বেলায় মুখে মাখতে হবে। সিরামের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
এই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষয় থেকে রক্ষা করে। নাইট ক্রিমের সঙ্গে ভিটামিন সি সিরাম রাতের বেলায় মুখে মাখতে হবে। এই সিরামের মধ্যে থাকে কোলাজেন। কোলাজেন হল এক প্রকার প্রোটিন। এই প্রোটিন ত্বকের বার্ধক্যে বাধা দেয়। ভিটামিন সি সিরাম বেশি করে ব্যবহার করা ভাল না। সব থেকে বেশি ৩-৪ ফোঁটা ব্যবহার করবেন ভিটামিন সি সিরাম। এই সিরামের জন্য ত্বকে র্যাশ ও চুলকানি হলে, ব্যবহার না করাই ভাল ।