Uttarpara Woman News: সোশ্যাল মিডিয়ায় পরিচয়, সহবাস তারপর?

| Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 02, 2023 | 7:04 PM

এক মহিলার সঙ্গে ফেসবুকে পরিচয় বাঁকুড়ার যুবকের,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উত্তরপাড়ার ফ্ল্যাটে সহবাস। একাধিকবার গর্ভপাত,ধর্ষনের অভিযোগে বাঁকুড়া থেকে ধৃত যুবক।

এক মহিলার সঙ্গে ফেসবুকে পরিচয় বাঁকুড়ার যুবকের, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উত্তরপাড়ার ফ্ল্যাটে সহবাস। একাধিকবার গর্ভপাত,ধর্ষনের অভিযোগে বাঁকুড়া থেকে ধৃত যুবক। হাওড়ার বালির বাসিন্দা বছর বত্রিশের বিবাহ বিচ্ছিন্না মহিলার দুই সন্তান আছে। গত বছর ফেসবুকে তার আলাপ হয় বাঁকুড়ার ঘটকপাড়ার যুবক মানস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।পরিচয় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী হয়।দুজনের বিয়ে করবেন ঠিক করেন।গতবছর আগস্ট মাসে উত্তরপাড়া ভদ্রকালীর পানপাড়ায় একটি ফ্ল্যাট ভাড়া নেন তারা।সেখানেই দুই নাবালক সন্তানকে নিয়ে চলে আসেন মহিলা।মানস ফ্ল্যাটে মাঝে মধ্যে আসতেন।মহিলার অভিযোগ মানসের পরিবার বাঁকুড়া থেকে উত্তরপাড়া এসেছেন।তাদের উপস্থিতিতে বিয়ের কথা হয়েছে।ম্যারেজ রেজিস্ট্রারের কাছ থেকে ফর্মও তোলেন তারা।মহিলার অভিযোগ এরপর থেকেই অদ্ভুত আচরন শুরু করেন তার প্রেমিক।কয়েকবার জোর করে তার গর্ভপাত করানো হয়।

গত ৪ মে সকালে মানসের পরিবার উত্তরপাড়ায় আসেন।সেদিন তাকে অকথ্য ভাষায় আক্রমন এমনকি গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়।দুজনের সম্পর্কের ইতি হয় সেদিনই।এর পর মহিলা উত্তরপাড়া থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেওয়া হয়নি।পরে ২০ মে ডিসি শ্রীরামপুরের সাহায্যে শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন মহিলা।মানস ছাড়াও তার গোটা পরিবারের বিরুদ্ধে অভিযোগ হয়।গতকাল বাঁকুড়া থেকে অভিযুক্ত মানস বন্দ্যোপাধ্যায় ও তার দাদা তাপস বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা মহিলা বলেন,যখনই বিয়ের কথা বলতাম এড়িয়ে যেত।একাধিক বার গর্ভপাত করতে বাধ্য করে।পরে বিয়ের জন্য চাপ দিই তখন দেখানোর জন্য রেজিষ্ট্রি ফর্মে সই করে।একদিন ওর মা বাবা দাদা বৌদি কাকু এসে মারধোর করল।মানসকে নিয়ে চলে গেলো।তারপর থেকে আর ফোন ধরেনা।ধরলেও চিনতে পারে না।একদিন ওর মা ফোনে বলল ছেলের অন্য জায়গায় বিয়ে দেবে।।

Published on: Jun 02, 2023 06:50 PM