Valentines Day 2023: প্রেম দিবসে কী খাবার খাইয়ে আপনার পছন্দের মানুষের মন জয় করবেন?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Feb 13, 2023 | 7:09 PM

শহরজুড়ে এখন যেন প্রেমের মরশুম। ভালোবাসার মানুষকে চকলেট,গোলাপ দেওয়ার পাশাপাশি ভালো ক্যাফেতে ট্রিট দিতে চান? ট্রাফিক গ্যাস্ট্রোপাব আপনাদের জন্য সাজানো থাকবে ভালবাসার মোড়কে

শহরজুড়ে এখন যেন প্রেমের মরশুম। ভালোবাসার মানুষকে চকলেট,গোলাপ দেওয়ার পাশাপাশি ভালো ক্যাফেতে ট্রিট দিতে চান? ট্রাফিক গ্যাস্ট্রোপাব আপনাদের জন্য সাজানো থাকবে ভালবাসার মোড়কে। শ্রীকৃষ্ণের প্রেম থেকে শাজাহানের প্রেমের ছোঁয়া পাবেন খাবারে পদে। খাবারের মেনুগুলোর সঙ্গে ভালবাসার ছোঁয়া থাকবে। গুলাবি বেবির রেসিপিটা রাবড়ি, আইসক্রিম ও গুলাপ জামুন দিয়ে তৈরি। যা খেলে আপনার ভালবাসার মানুষ আপনার প্রেমে পড়ে যেতে পারে। এই ক্যাফেতে সব খাবার গুলোই নতুন প্রজন্মের স্বাদে বানানো। পিৎজা থেকে শুরু করে চিংড়ি মাছের রেসিপি সবকিছুর মধ্যে আছে নতুনত্বের ছোঁয়া। মন ভাল রাখতে ডিজের ব্যবস্থাও থাকবে।

Published on: Feb 13, 2023 07:09 PM