Ghatal News: সাঁকোয় ঝুলছে মুরগি বোঝাই ভ্যান

গুরুত্বপূর্ণ সাঁকোর মাঝেই ঝুলছে মুরগী বোঝাই পিক আপ ভ্যান। থমকে গেছে ওই সাঁকো দিয়ে পারাপার। সমস্যায় পড়েছেন ঘাটাল ও দাসপুরের হাজার হাজার মানুষ।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ বৃহস্পতিবার সকালে ঘাটালের রাধানগরের দিক থেকে একটি মুরগী বোঝাই লরি নাড়াজোলের দিকে যাবার পথে ওই আমডাংরার বাঁশের সাঁকো দিয়ে পার হতে গিয়ে একেবারে সাঁকোর মাঝে সাঁকোর কিছুটা অংশ ভেঙে ঝুলে পড়ে গাড়িটি।

Ghatal News: সাঁকোয় ঝুলছে মুরগি বোঝাই ভ্যান
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 7:10 PM

গুরুত্বপূর্ণ সাঁকোর মাঝেই ঝুলছে মুরগী বোঝাই পিক আপ ভ্যান। থমকে গেছে ওই সাঁকো দিয়ে পারাপার। সমস্যায় পড়েছেন ঘাটাল ও দাসপুরের হাজার হাজার মানুষ।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ বৃহস্পতিবার সকালে ঘাটালের রাধানগরের দিক থেকে একটি মুরগী বোঝাই লরি নাড়াজোলের দিকে যাবার পথে ওই আমডাংরার বাঁশের সাঁকো দিয়ে পার হতে গিয়ে একেবারে সাঁকোর মাঝে সাঁকোর কিছুটা অংশ ভেঙে ঝুলে পড়ে গাড়িটি। ওই গাড়ির চালক ও খালাসি কোনোভাবে গাড়ি থেকে বেরিয়ে আসে।

তবে পরিস্থিতি এমন যে, যে-কোনো মুহূর্তে সাঁকো ভেঙে ভরা শিলবতীর জলে পড়ে যেতে পারে ওই মুরগি বোঝাই গাড়ি। অন্যদিকে ঘাটাল ও দাসপুরের মাঝে আমডাংরায় শিলবতী নদীর উপর এই বাঁশের সাঁকো খুবই গুরুত্বপূর্ণ, এই সাঁকো পেরিয়ে খুব সহজের ঘাটাল মেদিনীপুর সড়কে যেমন আসা যায় আবার এই সাঁকো পেরিয়ে ঘাটাল চন্দ্রকোনা সড়কেও যাওয়া যায়। সাত সকালে সেই গুরুত্বপূর্ণ সাঁকোয় মুরগী বোঝাই গাড়িটি এভাবে দুর্ঘটনার কবলে পড়ায় ওই সাঁকো দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ। সকাল থেকেই ভোগান্তিতে সাধারণ মানুষ। তবে ইতিমধ্যেই ওই সাঁকোর পাশেই নদীতে খেয়া পারাপার শুরু হয়েছে। এখন দেখার ওই বাঁশের সাঁকো থেকে ওই গাড়িটিকে উদ্ধার করে আদৌও ওই সাঁকো দিয়ে পারাপার সম্ভব হয় কিনা।

Follow Us: