Vande Metro News: লোকাল ট্রেন লাইনে ছুটবে বন্দে ভারত মেট্রো

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 26, 2023 | 4:59 PM

অনেক মানুষই লোকাল ট্রেনে যাওয়া আসা করেন। ট্রেনে এত ভিড় হয় যে বসার সুযোগ থাকেনা। বন্দে ভারত মেট্রো খুব দ্রুত চালু করা হবে। এই ট্রেনে থাকবে এসি পরিষেবা। এছাড়াও এই ট্রেনে থাকবে সিসিটিভি ক্যামেরা । বন্দে ভারত মেট্রোর ছাড়পত্র পাওয়া গেছে। বন্দে ভারত মেট্রো শুরু হবে মুম্বইয়ে।

অনেক মানুষই লোকাল ট্রেনে যাওয়া আসা করেন। ট্রেনে এত ভিড় হয় যে বসার সুযোগ থাকেনা। বন্দে ভারত মেট্রো খুব দ্রুত চালু করা হবে। এই ট্রেনে থাকবে এসি পরিষেবা। এছাড়াও এই ট্রেনে থাকবে সিসিটিভি ক্যামেরা । বন্দে ভারত মেট্রোর ছাড়পত্র পাওয়া গেছে। বন্দে ভারত মেট্রো শুরু হবে মুম্বইয়ে। চালু হবে ২৩৮টি বন্দে ভারত মেট্রো। এই ট্রেনটি “মেক ইন ইন্ডিয়া” প্রযুক্তিতে তৈরি হবে। এই প্রযুক্তিটি ভারতের তৈরি। মহারাষ্ট্র সরকার এবং রেল মন্ত্রক সাহায্য় করবে নতুন রেকগুলি তৈরি করতে। এই রেকগুলি তৈরি করতে খরচ হবে ৩৩ হাজার ৬৯০ কোটি এবং ১০ হাজার ৯৪৭ কোটি টাকা। মুম্বইয়ে রয়েছে ২টি রেলওয়ে করিডর। সেন্ট্রাল রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ের মোট দূরত্ব ৩১৯ কিলোমিটার। এখানে এসি লোকাল ট্রেনও চলাচল করে । এই ২টি শহরের মধ্যে ১০০ কিলোমিটার পথ যাবে এই ন্দে ভারত মেট্রো। মুম্বইয়ের এসি লোকাল ট্রেনের মতো বন্দে ভারত মেট্রোটিও পরিষেবা দেবে। বন্দে ভারত মেট্রোতে যাত্রী সংখ্যা বেশি মুম্বই লোকালের থেকে। থাকবে ২ টি এসি ভেন্ডর। কামরা থাকবে ১২ টি। এক কামরা থেকে অন্য কামরাতে যাতায়াত করতে পারবেন। সৌরবিদ্যুতে চলবে ট্রেনের আলো ও পাখা। ভাড়া কতো হবে সেটা এখনও ঠিক হয়নি।