CDC on Vibrio Vulnificus: হামলা হচ্ছে জল থেকে! আমেরিকায় মৃত ১২

| Edited By: Moumita Das

Sep 17, 2023 | 2:34 PM

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আমেরিকা জুড়ে জারি করল সতর্কতা। সতর্কতা জারি হল মাংসখেকো ব্যাকটেরিয়া, ভিব্রিও ভালনিফিকাস সম্বন্ধে। সমুদ্রের গরম নোনা জলে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। সাধারণ জনগণ ও চিকিৎসকদের জরুরি পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আমেরিকা জুড়ে জারি করল সতর্কতা। সতর্কতা জারি হল মাংসখেকো ব্যাকটেরিয়া, ভিব্রিও ভালনিফিকাস সম্বন্ধে। সমুদ্রের গরম নোনা জলে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। সাধারণ জনগণ ও চিকিৎসকদের জরুরি পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন। ইতিমধ্যে এক তরুণীর পা বাদ গিয়েছে এই ব্যাকটেরিয়ায় হামলায়। ১২ জন মার্কিন নাগরিক মৃত এই ব্যাকটেরিয়ার হামলায়। এতে আটলান্টিকের উপকূলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যাকটেরিয়ার সংক্রমণ শুরু হয় ত্বকে ক্ষত দিয়ে। ফোস্কার মতো সেই ক্ষত দ্রুত ঘায়ের মত হয়ে দেহের অন্যত্র ছড়িয়ে পড়ে। শুরু হয় পেট ব্যথা, বমি ও ডায়ারিয়া। বিজ্ঞানীদের মতে বিশ্ব উষ্ণায়নের ফল এই ব্যাকটেরিয়ার হামলা। ৩০ বছরে আমেরিকায় এই ব্যাকটেরিয়ার হামলা বেড়েছে ৩০ গুণ। দুনিয়া জুড়ে রোজ বাড়ছে গরম আর তাতেই হুহু করে বাড়ছে বিভিন্ন ব্যাকটেরিয়া।