মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে দোষীদের সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
গণধর্ষণের পর খুন। নদিয়ার হাঁসখালির সেই নৃশংস ঘটনায় মঙ্গলবার সাজা ঘোষণা করেছে আদালত। গণধর্ষণ ও খুনের মামলায় তিন অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সাজা ঘোষণা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা ও তাঁর ছেলেরও। কিন্তু এই রায়ে খুশি নন নির্যাতিতার মা। তাঁর বক্তব্য, ফাঁসির সাজা হলে শান্তি পেতেন তিনি। ২০২২ সালের ৪ এপ্রিল নদিয়ার হাঁসখালি থানা এলাকায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। পরে তাঁর মৃত্যু হলে দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হয়। সেই ঘটনার সাজা ঘোষণা হয় মঙ্গলবার। নির্যাতিতার মা বলেন, “কোর্টের এই রায়ে আমি খুশি নই। আমার মেয়ে হারিয়ে আমার বুকটা যে জ্বলেছে, ফাঁসির সাজা হলে একটু শীতল হত।”
গণধর্ষণের পর খুন। নদিয়ার হাঁসখালির সেই নৃশংস ঘটনায় মঙ্গলবার সাজা ঘোষণা করেছে আদালত। গণধর্ষণ ও খুনের মামলায় তিন অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সাজা ঘোষণা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা ও তাঁর ছেলেরও। কিন্তু এই রায়ে খুশি নন নির্যাতিতার মা। তাঁর বক্তব্য, ফাঁসির সাজা হলে শান্তি পেতেন তিনি। ২০২২ সালের ৪ এপ্রিল নদিয়ার হাঁসখালি থানা এলাকায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। পরে তাঁর মৃত্যু হলে দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হয়। সেই ঘটনার সাজা ঘোষণা হয় মঙ্গলবার। নির্যাতিতার মা বলেন, “কোর্টের এই রায়ে আমি খুশি নই। আমার মেয়ে হারিয়ে আমার বুকটা যে জ্বলেছে, ফাঁসির সাজা হলে একটু শীতল হত।”