Zomato Share Price: দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে? কী বলছে বাজারের হাওয়া
Zomato: গতকাল জোম্যাটোর শেয়ারের দাম পড়েছিল হুড়মুড়িয়ে। তথ্য বলছে গত ৮ ডিসেম্বর ২০২৪ থেকে ২২ জানুয়ারি ২০২৫-এর মধ্যে জোম্যাটোর শেয়ারের দাম পড়েছে প্রায় ৩০ শতাংশ।
তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর জোম্যাটোর শেয়ারের দাম পড়েছিল হুড়মুড়িয়ে। তথ্য বলছে গত ৮ ডিসেম্বর ২০২৪ থেকে ২২ জানুয়ারি ২০২৫-এর মধ্যে জোম্যাটোর শেয়ারের দাম পড়েছে প্রায় ৩০ শতাংশ। অন্যদিকে, গতকাল ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর আজ ১৮.৯৬ শতাংশ শেয়ারের দাম বেড়েছে জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের।
অন্যদিকে, আজ ২২ জানুয়ারি ইনডোকো রেমেডিসের শেয়ারের দাম পড়েছে ১৫.২৫ শতাংশ। এ ছাড়াও সাইয়েন্ট ডিএলএম, শিভা টেক্সইয়ার্ন, প্রিমিয়ার এনার্জিস, কায়নেস টেকনোলজিসের শেয়ারের দামও পড়েছে হুড়মুড়িয়ে।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
Latest Videos