Go Digit General Insurance: ‘টাকা দিচ্ছে’ বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
Go Digit General Insurance: বিমা সংস্থা গো ডিজিটের শেয়ার আজ সারাদিনে বেড়েছে ১২ শতাংশের বেশি। আজ ২৩ জানুয়ারি দিনের শেষে এই বিমা সংস্থার শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩২১ টাকায়। একইভাবে আজ দাম বেড়েছে জেনসার টেকনোলজিসের শেয়ারের দামও।
গতকাল ত্রৈমাসিক ফলাফল প্রকাশের পর বিমা সংস্থা গো ডিজিটের শেয়ার আজ সারাদিনে বেড়েছে ১২ শতাংশের বেশি। আজ ২৩ জানুয়ারি দিনের শেষে এই বিমা সংস্থার শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩২১ টাকায়। একইভাবে আজ দাম বেড়েছে জেনসার টেকনোলজিসের শেয়ারের দামও।
অন্যদিকে আজ নিফটি ফিফটি ৫০ পয়েন্ট বাড়লেও দাম পড়েছে পুরাভাঙ্কারা লিমিটেডের। আজ লোয়ার সার্কিট হিট করেছে এই সংস্থার শেয়ার। এ ছাড়াও আজ পড়েছে ২০ মাইক্রনস লিমিটেড, বিএলবি লিমিটেড, অলডিজি টেক লিমিটেড ও মমতা মেশিনারির শেয়ারের দামও।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।