Bangladesh Share Market: গোঁত্তা খেয়ে মাটিতে পড়েছিল আগেই, এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!

Bangladesh Share Market: গোঁত্তা খেয়ে মাটিতে পড়েছিল আগেই, এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jan 16, 2025 | 7:53 PM

Bangladesh, Dhaka Stock Exchange: বাংলাদেশের সংবাদমাধ্যমের অভিযোগ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ নামক কোম্পানিটি আসলে বন্ধ হয়ে গিয়েছে। তাও তারা এখনও লিস্টেড সে দেশের দুটি স্টক এক্সচেঞ্জে। এ ছাড়াও তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা নাকি কারসাজির মাধ্যমে তাদের শেয়ারের দাম বাড়িয়ে দিয়েছে যাতে সেই কোম্পানি ডিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত হতে পারে।

ডিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ নামক একটি সংস্থা। অভিযোগ, এই সংস্থাটি আদপে একটি বন্ধ হয়ে যাওয়া সংস্থা ও কারসাজির মাধ্যমে তারা তাদের শেয়ারের দাম বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, ডিএসই-৩০ সূচক থেকে বাদ পড়েছে বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, ইসলামি ব্যাঙ্ক ও সামিট পাওয়ারের মতো কোম্পানি।

বাংলাদেশের সংবাদমাধ্যমের অভিযোগ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ নামক কোম্পানিটি আসলে বন্ধ হয়ে গিয়েছে। তাও তারা এখনও লিস্টেড সে দেশের দুটি স্টক এক্সচেঞ্জে। এ ছাড়াও তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা নাকি কারসাজির মাধ্যমে তাদের শেয়ারের দাম বাড়িয়ে দিয়েছে যাতে সেই কোম্পানি ডিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত হতে পারে। ডিএসইর সূচকে দেখা গিয়েছে ২ বছরে ১ হাজার ৮৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই কোম্পানির শেয়ারের দাম। আগে যে শেয়ারের দাম ছিল মাত্র ১২ টাকা সেই শেয়ার ২ বছরের মধ্যেই সর্বোচ্চ ২৩২ টাকা ছুঁয়ে ফেলে।