Budget Day Market Analysis: বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়, স্বস্তিতে মধ্যবিত্ত! চড়চড়িয়ে বাড়ল এই সব সেক্টরের শেয়ারের দাম...

Budget Day Market Analysis: বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়, স্বস্তিতে মধ্যবিত্ত! চড়চড়িয়ে বাড়ল এই সব সেক্টরের শেয়ারের দাম…

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 01, 2025 | 7:38 PM

EV, Tourism, EMCG Sector: কর দিতে না হলে কিছুটা হলেও বাড়তি টাকা থাকবে সাধারণ মানুষের হাতে। আর এই খবর আসার পরই বেড়েছে FMCG, কনজিউমার ডিউরাবেলস ও ট্যুরিজম সেক্টরের বিভিন্ন শেয়ারের দাম।

আজ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আজ এই বাজেটের পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মধ্যবিত্তরা। ১২ লক্ষ ৭৫ হাজার টাকা কর ছাড়া দিয়েছেন অর্থমন্ত্রী। আর কর দিতে না হলে কিছুটা হলেও বাড়তি টাকা থাকবে সাধারণ মানুষের হাতে। আর এই খবর আসার পরই বেড়েছে FMCG, কনজিউমার ডিউরাবেলস ও ট্যুরিজম সেক্টরের বিভিন্ন শেয়ারের দাম। ইলেকট্রিক ভেহিকলসের বিভিন্ন যন্ত্রাংশ ও ব্যাটারির উপর শুল্ক কমায় ওই সেক্টরে গ্রোথের সম্ভাবনা বেড়েছে। আর সেই কারণেই বেড়েছে ওলা ইলেকট্রিক, রতনইন্ডিয়া পাওয়ারের মতো ইভি ম্যানুফ্যাকচারিং সংস্থার শেয়ারের দাম।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।