Largest IPO in India, Tata: আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া

Largest IPO in India, Tata: আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jan 21, 2025 | 7:36 PM

Stock Market: দেশের বৃহত্তম বেসরকারি সংস্থা টাটা গ্রুপ, তাদের নিয়ন্ত্রণকারী সংস্থা টাটা সন্সকে ভারতের শেয়ার বাজারে তালিকাভুক্তি থেকে আটকানোর চেষ্টা করছে। যদি তাদের এই চেষ্টা ব্যর্থ হয় তবে দেশের স্টক মার্কেটের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও লিস্টিং হবে।

গত ১৬ জানুয়ারি আরবিআইয়ের এনবিএফসির (NBFC) তালিকার আপার লেয়ার বিভাগে ১৫ সংস্থার নাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে টাটা সন্স ছাড়াও রয়েছে টাটা ক্যাপিটাল, এলআইসি হাউসিং ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স ও আদিত্য বিড়লা ফাইন্যান্সের মতো সংস্থা।

দেশের বৃহত্তম বেসরকারি সংস্থা টাটা গ্রুপ, তাদের নিয়ন্ত্রণকারী সংস্থা টাটা সন্সকে ভারতের শেয়ার বাজারে তালিকাভুক্তি থেকে আটকানোর চেষ্টা করছে। টাটা গ্রুপ টাটা সন্সকে এনবিএফসি (NBFC) তালিকা থেকে সরানোর জন্য আরবিআইয়ের কাছে আবেদন করেছে। এই আবেদন মঞ্জুর হলে টাটা সন্সকে এই ‘ম্যান্ডেটরি লিস্টিং’ থেকে বাদ দেওয়া হবে।