Messi in Kolkata: কীভাবে মেসির ভক্তের গায়ের উপর ভেঙে পড়ল তোরণ, দেখুন

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 13, 2025 | 11:30 PM

Messi Kolkata Tour: ভারত সফরের প্রথম দিনেই কলকাতা সফরে এসেছিলেন লিওনেল মেসি। আর সেখানেই চরম বিভ্রাট। ক্ষোভে ফেটে পড় জনতা। ভাঙ তোরণ। মেসি ভক্তরা কেউ চেয়ার নিয়ে বেরিয়ে গেলেন, কেউ কার্পেট নিয়ে বেরিয়ে গেলেন।

মেসিকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল যুবভারতী স্টেডিয়ামে। সেই মতো পৌঁছেও গিয়েছিলেন মেসি। কিন্তু সেই অনুষ্ঠানেই নজিরবিহীন বিশৃঙ্খলার ছবি দেখা গেল। বেরিয়ে এসে ভক্তরা বললেন, “আমরা মর্মাহত। টাকা নষ্ট।” এক ভক্ত জানান, আমেরিকা থেকে এসেছেন, আর একজন বলেন, অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন। কেউ কেউ সারারাত জেগে ছিলেন। তারপরও মেসিকে দেখা হল না। উদ্যোক্তা শতদ্রু দত্তর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন তাঁরা।