ITC Hotels Share: লিস্টিং হয়েছে আইটিসি হোটেলসের, তারপরই পতনের শুরু...

ITC Hotels Share: লিস্টিং হয়েছে আইটিসি হোটেলসের, তারপরই পতনের শুরু…

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jan 29, 2025 | 7:10 PM

ITC Hotels: আজ অবশেষে ১৮০ টাকায় হল আইটিসি হোটেলসের লিস্টিং। আর লিস্টিংয়ের দিনেই প্রায় ৪.৫৩ শতাংশ পড়ে ১৭১.৮৫ টাকায় দাঁড়িয়েছে এই শেয়ার।

শেয়ার বাজারের বহু প্রতীক্ষিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল বাজারে আইটিসি হোটেলসের লিস্টিং। আজ অবশেষে ১৮০ টাকায় হল আইটিসি হোটেলসের লিস্টিং। আর লিস্টিংয়ের দিনেই প্রায় ৪.৫৩ শতাংশ পড়ে ১৭১.৮৫ টাকায় দাঁড়িয়েছে এই শেয়ার।

নিফটি ৫০ সূচক আজ উপরের দিকে থাকলেও পতন দেখা গিয়েছে বেশ কিছু সংস্থার শেয়ারে। যার মধ্যে ই-মুদ্রা লিমিটেড, এজিআই গ্রিনপ্যাক, আইএফবি ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ান মেটালস অ্যান্ড ফেরো অ্যালয়েস উল্লেখযোগ্য। আর তৃতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশের পর পড়েছে জুপিটার ওয়াগনের শেয়ারের দামও।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।