Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MTNL, Asset Monetization Strategy: সরকারের 'অ্যাসেট মানিটাইজেশন স্ট্র্যাটেজি', সম্পদ বিক্রি করে ঋণ মিটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সংস্থা!

MTNL, Asset Monetization Strategy: সরকারের ‘অ্যাসেট মানিটাইজেশন স্ট্র্যাটেজি’, সম্পদ বিক্রি করে ঋণ মিটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সংস্থা!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 05, 2025 | 9:41 PM

MTNL: ১৬ হাজার কোটি টাকার সম্পদ বিক্রি করে সেই অর্থে এমটিএনএলের ঋণ মেটানো হবে। এমন অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এর পরই হুড়মুড়িয়ে উঠতে থাকে এমটিএনএলের শেয়ারের দাম।

১৬ হাজার কোটি টাকার সম্পদ বিক্রি করে সেই অর্থে এমটিএনএলের ঋণ মেটানো হবে। এমন অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এর পরই হুড়মুড়িয়ে উঠতে থাকে এমটিএনএলের শেয়ারের দাম।

পাহাড় প্রমাণ ঋণের বোঝা নিয়ে প্রায় ধুঁকছিল এমটিএনএল। ২০২৪-এর ৩০ অগস্টের তথ্য অনুযায়ী সংস্থার কোট ঋণের পরিমাণ ৩১ হাজার ৯৪৪ কোটি টাকারও বেশি। সম্প্রতি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করতে পারেনি তারা।

পাবলিক সেক্টর থেকে টাকা তুলে তা বিভিন্ন পরিকাঠামো নির্মাণের কাজে লাগানোই সরকারের বৃহত্তর ‘অ্যাসেট মানিটাইজেশন স্ট্র্যাটেজি’। আর এই পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে সরকারি মালিকানাধীন সম্পদ বিক্রি করে ১০ লক্ষ কোটি টাকা তোলার করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল সরকার।

Published on: Feb 05, 2025 09:27 PM