Viral Video: বাইকে বোঝাই বস্তা বস্তা ঘাস, আরোহী বসে পিছনের ক্যারিয়ারে; ভাইরাল তাজ্জব করা ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 31, 2023 | 9:30 AM

Latest Viral Video: ভিডিয়োটি এখন পর্যন্ত 8 লাখের বেশি মানুষ দেখেছেন। আর প্রচুর ভিউও হয়েছে এই ভিডিয়োয়। অনেকে অনেক কমেন্টও করেছেন। এক ব্যক্তি মজার ছলে লিখেছেন, "এই কৃষক হচ্ছেন মঙ্গলে নাসার মানব মিশনের পাইলট।"

Viral Video: বাইকে বোঝাই বস্তা বস্তা ঘাস, আরোহী বসে পিছনের ক্যারিয়ারে; ভাইরাল তাজ্জব করা ভিডিয়ো

Follow Us

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে আপনার মুখে হাসি আসতে বাধ্য। তেমনই একটি ভিডিয়োগত কয়েকদিন ধরে ভাইরাল হচ্ছে। একজন কৃষক পুরো সিটে গাছের পাতা লোড করে পিছনে বসে বাইক চালাচ্ছেন। আপানর মনে হতেই পারে, বাইকের পুরো সিট জুড়েই যদি গাছের ডাল, পাতা বাঁধা থাকে, তবে উনি কোথায় বসেছেন? সেই কৃষক যেভাবে বাইকে বসে বাইক চালাচ্ছেন, তা দেখলে আপনার চোখ কপালে উঠবে। গ্রাম থেকে এই ধরনের ভিডিয়ো আগেও ভাইরাল হয়েছে, যাতে এমনভাবেই বাইকে করে পশু নিয়ে যেতে দেখা গিয়েছিল।

ভাইরাল হওয়া এই ভিডিয়োটি একটি গ্রামের বলেই মনে হচ্ছে, যেখানে একজন কৃষক একটি বাইকে প্রচুর ঘাস, পাতা গাছের ডাল রেখে বাইক চালাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই কৃষকের ড্রাইভিং-এর প্রশংসা করছেন মানুষ। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক কৃষক কোনওভাবে পিছনে বসে ট্যাঙ্কে এবং পুরো সিটে ঘাস রেখে বাইক চালাচ্ছেন। আর সেই বস্তার উপর থেকেই হাত দিয়ে কোনও রকমে বাইকের হ্যাল্ডেল দু’টি ধরেছেন। চালক হাসিমুখে আর কোন টেনশন ছাড়াই বাইক চালাচ্ছেন। পাশ দিয়ে অন্য এক ব্যক্তি যাওয়ার সময় এই ভিডিয়োটি করেছেন।


ভিডিয়োটি এখন পর্যন্ত 8 লাখের বেশি মানুষ দেখেছেন। আর প্রচুর ভিউও হয়েছে এই ভিডিয়োয়। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ কমেন্টে লিখেছেন, “আমি প্রথমে ভাবলাম বাইকের সামনে কেউ বসে আছে, তারপরে ঠিক করে দেখে বুঝলাম উনিই চালাচ্ছেন বাইকটি।” আরও এক ব্যক্তি মজার ছলে লিখেছেন, “এই কৃষক হচ্ছেন মঙ্গলে নাসার মানব মিশনের পাইলট।”

Next Article