Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ola Electric, Kalyan Jewellers: বেড়েছে ওলা-কল্যাণ জুয়েলার্স, আপার সার্কিট হিট করল সুজলন এনার্জি!

Ola Electric, Kalyan Jewellers: বেড়েছে ওলা-কল্যাণ জুয়েলার্স, আপার সার্কিট হিট করল সুজলন এনার্জি!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jan 31, 2025 | 9:02 PM

Suzlon Energy: আজই ওলা তাদের স্কুটারের তৃতীয় জেনারেশন প্রকাশ্যে নিয়ে এসেছে। তারপরই প্রায় ১২ শতাংশ বেড়েছে ওলা ইলেকট্রিকের শেয়ারের দাম। আজ প্রায় ১৫ শতাংশ বেড়েছে কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম। অন্যদিকে, আজ আপার সার্কিট হিট করল সুজলন এনার্জির শেয়ারের দাম।

আগামিকাল বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর তার আগে উর্ধ্বমূখী ভারতের বাজার। বাজেটে ভাল কিছুর আশায় আজ ২৫৮.৯০ পয়েন্ট বেড়েছে নিফটি ফিফটি। ৭৪০.২৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্সের সূচকও।

আজই ওলা তাদের স্কুটারের তৃতীয় জেনারেশন প্রকাশ্যে নিয়ে এসেছে। তারপরই প্রায় ১২ শতাংশ বেড়েছে ওলা ইলেকট্রিকের শেয়ারের দাম। ত্রৈমাসিকে ভাল ফলাফল হয়েছিল। বেড়েছিল কল্যাণ জুয়েলার্সের প্রফিট। আজ আজ তারই প্রভাবে প্রায় ১৫ শতাংশ বেড়েছে সংস্থার শেয়ারের দাম। অন্যদিকে, এই ত্রৈমাসিকে লভ্যাংশ প্রায় ডাবল হয়েছে সুজলন এনার্জির শেয়ারের দাম। আর তারপরই আজ আপার সার্কিট হিট করল সংস্থার শেয়ারের দাম।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।