RBI Repo Rate: রেপো রেট কমেছে, কত কমবে স্বপ্নের আইফোনের দাম?

Feb 09, 2025 | 3:20 PM

iPhone EMI: রেপো রেট কমায় সুদের হার কমলে কমবে ইএমআইও। আর ইএমআই-এর অঙ্কটা কিছুটা কমলেও মধ্যবিত্তের জন্য সেটা একটা বড় স্বস্তি।

অনেক মানুষেরই নতুন ফোন বা ল্যাপটপ কিম্বা টিভি, ফ্রিজ কেনার ইচ্ছা থাকে। আর সেই শখ পূরণ করতে তাঁরা ক্রেডিট কার্ডের কথা বা কনজিউমার ডিউরেবেল লোনের কথাই ভাবেন। আর এই ধরণের লোনে সুদের হার বেশ চড়া হয়। রেপো রেট কমায় সুদের হার কমলে কমবে ইএমআইও। আর ইএমআই-এর অঙ্কটা কিছুটা কমলেও মধ্যবিত্তের জন্য সেটা একটা বড় স্বস্তি।

বিনিয়োগ করতে চাইলে সে বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।