Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market Rebound: একধাক্কায় পড়েছে বাজার, হাল ফিরতে পারে এই সপ্তাহেই, বলছেন বিশেষজ্ঞরা

Share Market Rebound: একধাক্কায় পড়েছে বাজার, হাল ফিরতে পারে এই সপ্তাহেই, বলছেন বিশেষজ্ঞরা

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 18, 2025 | 1:57 PM

Share Market: ভারতের বাজার গত ২ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘতম পতন দেখেছে ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনের মধ্যেই। যদি 'হিস্টোরিক্যাল ডেটা' দেখা যায়, তবে ৮৮ শতাংশ নিশ্চিত যে এই সপ্তাহেই বাউন্স ব্যাক করবে বাজার। আর এমনটা বলছেন বিশেষজ্ঞরাই।

দেশের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ আর বিএসই সেনসেক্স টানা ৮ দিন পড়েছে। ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ৩.৪১ শতাংশ বা ৮১০ পয়েন্ট পড়েছে নিফটি ৫০। এই একই সময়ে ৩.৩৭ শতাংশ বা ২,৬৪৪ পয়েন্ট পড়েছে বিএসই সেনসেক্স।

ভারতের বাজার গত ২ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘতম পতন দেখেছে ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনের মধ্যেই। যদি ‘হিস্টোরিক্যাল ডেটা’ বাজারের উত্থান বা পতনের একটা ইঙ্গিত বহন করে তবে ৮৮ শতাংশ নিশ্চিত যে এই সপ্তাহেই বাউন্স ব্যাক করবে বাজার। আর এমনটা বলছেন বিশেষজ্ঞরাই।

২০১২ থেকে আজ পর্যন্ত সংগৃহীত তথ্যের অ্যানালিসিস করেছে স্যামকো সিকিওরিটিজ। আর সেই হিস্টোরিক্যাল ডেটা অনুযায়ী এই সপ্তাহে ভারতের বাজারের বাউন্স ব্যাক করার সম্ভাবনা ৮৮ শতাংশ। যদিও বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতিতে বাহ্যিক ঝুঁকি ও পরিকাঠামোগত বাধা সমূহকে যেন উপেক্ষা না করা হয়।

কোনও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।