Tata Motors, Voltas Share Market News: বাজেটের আগে পড়ল টাটার ২ শেয়ার, ৫২ সপ্তাহের সর্বনিম্ন দরে পৌঁছাল টাটা মোটরস
Tata Share Price: শেয়ারের দাম পড়ল টাটার ২ সংস্থার। ভোল্টাসের শেয়ারের দাম পড়ল প্রায় ১৪ শতাংশ। টাটা মোটরসের শেয়ারের দাম পড়েছে প্রায় ৭ শতাংশ।
আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার আগে শেয়ারের দাম পড়ল টাটার ২ সংস্থার। ভোল্টাসের শেয়ারের দাম পড়ল প্রায় ১৪ শতাংশ ও টাটা মোটরসের শেয়ারের দাম পড়েছে প্রায় ৭ শতাংশ। ভোল্টাসের ত্রৈমাসিকের ফলাফল খুব একটা আহামরি নয়। ২০২৪ সালে ভোল্টাসের শেয়ারের দাম উঠেছিল প্রায় ৮০ শতাংশ। সেখানে জানুয়ারির প্রথম ৩০ দিনেই তাদের শেয়ারের দাম পড়ল প্রায় ৩০ শতাংশ। টাটার আর এক সংস্থা টাটা মোটরসের অবস্থাও তথৈবচ। ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর ৫২ সপ্তাহের সর্বনিম্ন দরে হিট করল তাদের শেয়ার।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।