Car Viral Video: চলন্ত গাড়ি উড়ল রাস্তায়

Mar 31, 2023 | 4:13 PM

Viral: গাড়ির উড়ন্ত দৃশ্যগুলি বাস্তব জীবনে কি কখনও দেখেছেন? একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দ্রুতগামী একটি গাড়ি হঠাৎ চাকায় ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে হাওয়ায় উড়ে গিয়ে কিছুটা দূরে উল্টে গিয়ে পড়ে।

গাড়ির উড়ন্ত দৃশ্যগুলি বাস্তব জীবনে কি কখনও দেখেছেন? একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে হাই-স্পিডে সব গাড়ি যাচ্ছে। হঠাৎ একটি গাড়ির চাকা বেরিয়ে এসে অন্য় একটি গাড়ির সামনে চলে আসে। দ্রুতগামী গাড়িটি হঠাৎ চাকায় ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে হাওয়ায় উড়ে যায় আর কিছুটা দূরে উল্টে গিয়ে পড়ে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে যে কেউই আঁতকে উঠবে। এই হৃদয় বিদারক ভিডিয়োটি @Anoop_Khatra নামে একটি আইডি দিয়ে টুইটারে শেয়ার করা হয়েছে। পোস্টোর ক্যাপশনে লেখা আছে,’আমি বুঝতেই পারলাম না এটা কোনও সিনেমার দৃশ্য় দেখলাম নাকি বাস্তবাই হল। কী ভয়ানক লাগল ব্য়পারটা’। মাত্র ২৯ সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত ১.৬ কোটি ভিউ হয়েছে। অন্যদিকে ১ লাখেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন।