Viral Video: পোষ্য বিড়ালের জন্মদিন পালন

Mar 03, 2023 | 10:05 AM

Viral: ১৫ হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন।কেউ বলেছেন, 'আপনি যেভাবে ওর জন্মদিন পালন করছেন, তা দেখে বেশ ভাল লাগছে'।

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।যেখানে নিজের পোষ্য বিড়ালের জন্মদিন পালন করা হচ্ছে।ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিড়ালের জন্য একটি ছোট মঞ্চ তৈরি করা হয়েছে।আর তা গোলাপি বেলুন ও টুনি লাইট দিয়ে সাজানো হচ্ছে।এমনকি দেয়ালে বিড়ালের ছবিও লাগানো হয়েছে।তারপর বিড়ালটিকে পুতুলের মতো সাজিয়ে এনে সেই মঞ্চের উপর বসানো হল।শুধু তাই নয়, বিড়ালের জন্মদিনে আমন্ত্রিতও ছিল দু’জন।ভিডিয়োয় তাদেরকেও দেখা গিয়েছে।বিড়ালের জন্মদিনের এই সুন্দর ভিডিয়োটি cats_of_instagram নামের আইডি দিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে।শেয়ার করার পর থেকে ঝরের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।ভিডিয়োটি এখনও পর্যন্ত ৭ লাখ ৭০ হাজারের বেশি বার দেখা হয়েছে।১৫ হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন।কেউ বলেছেন, ‘আপনি যেভাবে ওর জন্মদিন পালন করছেন, তা দেখে বেশ ভাল লাগছে’।