Viral: জাস্ট কয়েক সেকেন্ড, মুর্শিদাবাদে গঙ্গা গিলে খেল গোটা দোতলা বাড়ি!

Oct 22, 2022 | 1:18 PM

Murshidabad Video: গোটা বাড়িকে যেভাবে গিলে খেল রাক্ষুসে নদী, তাতে রীতিমতো আতঙ্কে স্থানীয়রা।

Follow Us

মুর্শিদাবাদ: সামশেরগঞ্জে আবারও গঙ্গা ভাঙন। বিগত কয়েকদিন ধরেই বাড়ছিল জলস্তর। আর তার জেরে তলিয়ে গেল আস্ত দোতলা বাড়ি। ইতিমধ্যেই জলের গ্রাসে গেছে কয়েক বিঘা জমি, বসতভিটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই হাড়হিম করা ভিডিয়ো।

প্রথমে দেওয়াল, তারপর খসে পড়তে থাকল চাঙর। গোটা বাড়িকে যেভাবে গিলে খেল রাক্ষুসে নদী, তাতে রীতিমতো আতঙ্কে স্থানীয়রা। সামশেরগঞ্জের মহেশতলায় গত দুই-আড়াই বছর ধরেই ভাঙন চলছে বলে খবর স্থানীয় সূত্রে। বর্ষার যাওয়ার পর থেকেই নাকি জলস্তর বাড়ছে গঙ্গার, আর এরপরেই ভয়াবহ ভাঙনের মুখে মহেশতলার একাধিক বাড়ি, বিঘার পর বিঘা জমি। বাড়ি হারিয়ে কেউ খোলা আকাশের নীচে, কেউ আবার প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। কী পদক্ষেপ নিচ্ছে প্রশাসন? সেই দিকেই তাকিয়ে গ্রামবাসী।

মুর্শিদাবাদ: সামশেরগঞ্জে আবারও গঙ্গা ভাঙন। বিগত কয়েকদিন ধরেই বাড়ছিল জলস্তর। আর তার জেরে তলিয়ে গেল আস্ত দোতলা বাড়ি। ইতিমধ্যেই জলের গ্রাসে গেছে কয়েক বিঘা জমি, বসতভিটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই হাড়হিম করা ভিডিয়ো।

প্রথমে দেওয়াল, তারপর খসে পড়তে থাকল চাঙর। গোটা বাড়িকে যেভাবে গিলে খেল রাক্ষুসে নদী, তাতে রীতিমতো আতঙ্কে স্থানীয়রা। সামশেরগঞ্জের মহেশতলায় গত দুই-আড়াই বছর ধরেই ভাঙন চলছে বলে খবর স্থানীয় সূত্রে। বর্ষার যাওয়ার পর থেকেই নাকি জলস্তর বাড়ছে গঙ্গার, আর এরপরেই ভয়াবহ ভাঙনের মুখে মহেশতলার একাধিক বাড়ি, বিঘার পর বিঘা জমি। বাড়ি হারিয়ে কেউ খোলা আকাশের নীচে, কেউ আবার প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। কী পদক্ষেপ নিচ্ছে প্রশাসন? সেই দিকেই তাকিয়ে গ্রামবাসী।

Next Video