The Kerala Story: ঘুরে আসুন ‘The Kerala Story’ শুটিং স্পটে

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

May 19, 2023 | 9:43 PM

খবরের শিরোনামে ছিল 'দ্য কেরালা স্টোরি'। এই ছবি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। ছবির শুটিং লোকেশন দেখলে আপনার নজর কাড়বে। কেরলের সেই জায়গাগুলো অপূর্ব সুন্দর। ওয়েডিং ফোটোশুটের জন্য সেই জায়গাগুলো খুবই সুন্দর।

Follow Us

খবরের শিরোনামে ছিল ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। ছবির শুটিং লোকেশন দেখলে আপনার নজর কাড়বে। কেরলের সেই জায়গাগুলো অপূর্ব সুন্দর। ওয়েডিং ফোটোশুটের জন্য সেই জায়গাগুলো খুবই সুন্দর। হাউসবোটগুলি নজর কাড়ছে ফোটোশুটের জন্য। ছুটি কাটাতে ঘুরতে যেতে পারেন কেরলের জঙ্গলে। থেক্কাডি হল বাঘ সংরক্ষণের কেন্দ্র। দেশ বিদেশের অনেক পর্যটকরা এখানে আসেন । এখানকার টাইগার রিজার্ভ খুব জনপ্রিয়। বাঘ ছাড়াও এখানে অনেক পাখি আছে। কেরলে মুন্নার জায়গাটি খুব জনপ্রিয়। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ মিটার। এখানে দেখতে পাবেন চিয়াপারা জলপ্রপাত,চিথিরাপুরম,মীসাপুলিমালা ভত্তভড়া, ন্যায়ামকড়,লাইট অফ পাই চার্চ। কোভালম সৈকত পরিচ্ছন্ন এবং শান্ত । এখানে এলে সমুদ্র বিচ-এ সময় কেটে যাবে। কোভালম সৈকতে কাছেই আছে ভিঝিনজাম জামা মসজিদ। আলেপ্পির চারদিকে আছে নানা হ্রদ। এখানে ঘুরতে পারেন মারারি বিচ,কুট্টানড় ব্যাকওয়াটার, লেপ্পি বিচ,কৃষ্ণপুরম প্যালেস। কোচিতে অনেক দর্শনীয় স্থান আছে। এখানে বলঘাট্টি দ্বীপ, ভ্যাপিন বিচ, মেরিন ড্রাইভ আছে।

খবরের শিরোনামে ছিল ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। ছবির শুটিং লোকেশন দেখলে আপনার নজর কাড়বে। কেরলের সেই জায়গাগুলো অপূর্ব সুন্দর। ওয়েডিং ফোটোশুটের জন্য সেই জায়গাগুলো খুবই সুন্দর। হাউসবোটগুলি নজর কাড়ছে ফোটোশুটের জন্য। ছুটি কাটাতে ঘুরতে যেতে পারেন কেরলের জঙ্গলে। থেক্কাডি হল বাঘ সংরক্ষণের কেন্দ্র। দেশ বিদেশের অনেক পর্যটকরা এখানে আসেন । এখানকার টাইগার রিজার্ভ খুব জনপ্রিয়। বাঘ ছাড়াও এখানে অনেক পাখি আছে। কেরলে মুন্নার জায়গাটি খুব জনপ্রিয়। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ মিটার। এখানে দেখতে পাবেন চিয়াপারা জলপ্রপাত,চিথিরাপুরম,মীসাপুলিমালা ভত্তভড়া, ন্যায়ামকড়,লাইট অফ পাই চার্চ। কোভালম সৈকত পরিচ্ছন্ন এবং শান্ত । এখানে এলে সমুদ্র বিচ-এ সময় কেটে যাবে। কোভালম সৈকতে কাছেই আছে ভিঝিনজাম জামা মসজিদ। আলেপ্পির চারদিকে আছে নানা হ্রদ। এখানে ঘুরতে পারেন মারারি বিচ,কুট্টানড় ব্যাকওয়াটার, লেপ্পি বিচ,কৃষ্ণপুরম প্যালেস। কোচিতে অনেক দর্শনীয় স্থান আছে। এখানে বলঘাট্টি দ্বীপ, ভ্যাপিন বিচ, মেরিন ড্রাইভ আছে।

Next Video