Vodafone Idea New Offer: গ্রাহকদের জন্য দারুণ এক প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 06, 2023 | 11:21 AM

এই ভিআই প্ল্যান এর মাধ্য়মে Vi Movies & TV Classic-এর অ্যাক্সেস পাবেন।আপনি অ্যাপে নিজের পছন্দ মতো আনলিমিটেড সিনেমা এবং টিভি শো দেখেতে পারবেন

Vodafone Idea তার গ্রাহকদের জন্য একটি ব্যাং প্রিপেইড প্যাক চালু করেছে।এই প্ল্যানটি মাত্র ২৯৬ টাকা খরচ করলেই পেয়ে যাবেন।এই প্ল্যানে আপনি ৩০ দিনের বৈধতা পাবেন।ব্যবহারকারীরা ২৫ জিবি ডেটা পাবেন।এই প্ল্যানে আপনি আনলিমিটেড কলিং-এর সুবিধাও পাবেন।প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধাও পেয়ে যাবেন।এই ভিআই প্ল্যান এর মাধ্য়মে Vi Movies & TV Classic-এর অ্যাক্সেস পাবেন।আপনি অ্যাপে নিজের পছন্দ মতো আনলিমিটেড সিনেমা এবং টিভি শো দেখেতে পারবেন।২৯৬ টাকার রিচার্জ ভাউচারের সঙ্গে ৩০,৩১ দিনের ভ্যালিডিটির ২ টি রিচার্জ কুপনও রয়েছে।২৬৯ টাকার প্ল্যানে রয়েছে প্রতিদিন ১ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা,বৈধতা মাত্র ২৮ দিন।

Published on: Mar 06, 2023 11:21 AM