Bengal Election 2021 : ঘাটালে সিপিআইএম ভোটারদের বুথে ঢুকতে বাধা, কেশপুরে শূন্যে গুলি
ঘাটালে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বামকর্মীদের। কেশপুর কেন্দ্রে শূন্যে গুলি চালানোর অভিযোগ ঘাসফুল শিবিরের দিকে।
দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ঘাটাল (Ghatal) বিধানসভা কেন্দ্রে সিপিআইএম (CPIM) ভোটার ও এজেন্টদের বুথে ঢুকতে বাধা। পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বামকর্মী সমর্থকদের। পাশাপাশি কেশপুর কেন্দ্রে শূন্যে গুলি চালানোর অভিযোগ এনেছে বিজেপি। দুই ক্ষেত্রেই অভিযোগের তীর ঘাসফুল শিবিরের দিকে। ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী।
[embedyt] https://www.youtube.com/watch?v=dKnwglO_Lok[/embedyt]