SIR: SIR শুনানিতে আরও কিছুটা সুবিধা করে দিল কমিশন, জানুন বিস্তারিত
বহুক্ষেত্রে ভোটারের নিজেদের নাম আছে ২০০২ এর তালিকায়। তবে, তাঁদের নাম অনলাইনে দেখা যাচ্ছে না। সেই সকল মানুষদের শুনানির জন্য ডাকা হবে না বলে জানিয়েছে কমিশন। এই সকল ভোটারদের শুনানির নোটিসও না দেওয়ার চেষ্টা করা হবে।
শনিবার থেকে শুরু হয়েছে শুনানি। খসড়া তালিকায় যাঁদের নাম ওঠেনি, ডেকে পাঠানো হয়েছে তাঁদের। তবে এই আবহের মধ্যেই কিছু মানুষের জন্য বড়সড় স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন। ২০০২ তালিকায় থাকা ভোটারদের কিছুটা সুবিধা করে দেওয়া হল কমিশনের পক্ষ থেকে। ২০০২-এর অসমাপ্ত রোলের কারণে অনেক ভোটারকে আনম্যাপড দেখানো হয়েছে। বহুক্ষেত্রে ভোটারের নিজেদের নাম আছে ২০০২ এর তালিকায়। তবে, তাঁদের নাম অনলাইনে দেখা যাচ্ছে না। সেই সকল মানুষদের শুনানির জন্য ডাকা হবে না বলে জানিয়েছে কমিশন। এই সকল ভোটারদের শুনানির নোটিসও না দেওয়ার চেষ্টা করা হবে।