Holi 2023: হোলিতে ঘুরতে যাওয়ার প্ল্যান?

Mar 07, 2023 | 6:51 PM

Holi 2023: হোলিতে ঘুরতে যাওয়ার প্ল্যান?

 

বেশ কয়েকদিন ছুটি থাকায় এই সময়ে অনেকেই কাছেপিঠে বা দূরে ঘুরতে যান।যাত্রী সুবিধার কথা মাথায় রেখে একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত ভারতীয় রেলওয়ের।মোট ১৭৪টি বিশেষ ট্রেন চালানো হবে।যদি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে,এই ট্রেনগুলিতে টিকিট কাটলে নিশ্চিত টিকিট পাবেন।ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিভাগে মোট ৩৯টি বিশেষ ট্রেন চালানো হবে।জম্মু তাওয়াই-পটনা-জম্মু তাওয়াই সুপারফাস্ট স্পেশাল,অমৃতসর-দ্বারভাঙা-অমৃতসর সুপারফাস্ট স্পেশাল,সবরমতী-ওখা সুপারফাস্ট স্পেশাল,ভাবনগর-বান্দ্রা টার্মিনাস স্পেশাল,বান্দ্রা টার্মিনাস-আহমেদাবাদ সুপারফাস্ট স্পেশাল।কীভাবে অনলাইনে টিকিট কাটবেন?প্রথমেই আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট irctc.co.in – এ লগ ইন করতে হবে।আপনি যদি আগে থেকেই আইআরসিটিসির ব্যবহারকারী হন,তবে ইউজর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। নতুন গ্রাহকের ক্ষেত্রে আগে লগ ইন করে রেজিস্টার করতে হবে।আইআরসিটিসির হোমপেজে গিয়ে ট্রেন টিকিটিং অপশনের অধীনে প্ল্যান মাই বুকিং অপশনে ক্লিক করুন।এবার আপনার ভ্রমণের দিন,ট্রেন ও কোন স্টেশন থেকে উঠবেন,তা সিলেক্ট করতে হবে।এবার পছন্দের ট্রেন বেছে নিন।এরপরে প্যাসেঞ্জার ডিটেইল অপশনে ক্লিক করুন।কতজন যাচ্ছেন,সেই সংক্রান্ত যাবতীয় তথ্য পূরণ করুন।এবার রিভিউ জার্নি অপশনে ক্লিক করে যাবতীয় তথ্য় চেক করে এবার সাবমিট করুন।শেষ ধাপে প্রসিড টু পে অপশনে ক্লিক করুন।