Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: মার্সিডিজ়কে দেখে একটি ভাল্লুকের মন বিচলিত হবে, এমনটা কি মানা যায়?

Viral Video: মার্সিডিজ়কে দেখে একটি ভাল্লুকের মন বিচলিত হবে, এমনটা কি মানা যায়?

আসাদ মল্লিক

|

Updated on: Mar 05, 2023 | 9:42 AM

Viral: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে...

মার্সিডিজ়কে দেখে একটি ভাল্লুকের মন বিচলিত হবে, এমনটা কি মানা যায়?বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ভাল্লুক জঙ্গলের মধ্য়ে থেকে রাস্তায় বেরিয়ে এসেছে।তার নজর পড়েছে রাস্তায় পার্ক করে রাখা মার্সিডিজ়ের উপর।প্রথমে ভাল্লুকটি গাড়িটির কাছে গিয়ে দাঁড়াল।আর তারপরেই আর লোভ সামলাতে না পেরে দরজা খুলে তাতে বসতে যাচ্ছিল।ব্য়াস! আর তখনই দূর থেকে কয়েকজন তা লক্ষ করে চিৎকার করতে শুরু করল।চিৎকার শুনে চমকে উঠল ভাল্লুকটি।অতঃপর গাড়িতে বসার অভিপ্রায় ত্যাগ করে সে উঠে দাঁড়াল।চিৎকার শুনে ভাল্লুকের অবস্থা দেখে মনে হল, কোন শিশু চুরি করতে গিয়ে ধরা পড়েছে।অবশেষে ভাল্লুকটি ভয়ে পালিয়ে গেল।তাকে দেখে মনে হচ্ছিল, ভয় না দেখালে সে বুঝি গাড়িটি চালিয়েই ফেলত।ভাইরাল হওয়া ভিডিয়োটি ইনস্টাগ্রামে ppredator_wildlifevids-নামক অ্য়াকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।এখনও পর্যন্ত ভিডিয়োটিতে ২১ লাখ ৭৪ হাজারেরও বেশি লাইক হয়েছে।একজন লিখেছে, ‘ওকে দেখে মনে হল ওর উপর চিৎকার না করা হলে, ও গাড়িটি চালিয়েই ফেলত’।