Cheetah Viral Video: চিতাকে খেয়ে নিল কুমির!

Apr 29, 2023 | 3:48 PM

Cheetah: বাঘ আর কুমির,কখনই বন্ধু হতে পারে না!আর হবেটাই বা কী করে! দুজনের বিচরণের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। একজন রাজত্ব করে চলেছে জলে,আর একজন ডাঙায়। @TerrifyingNatur নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে প্রায়শই কিছু বিস্ময়কর ভিডিয়ো পোস্ট করা হয়।

Follow Us

বাঘ আর কুমির,কখনই বন্ধু হতে পারে না!আর হবেটাই বা কী করে! দুজনের বিচরণের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। একজন রাজত্ব করে চলেছে জলে,আর একজন ডাঙায়। @TerrifyingNatur নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে প্রায়শই কিছু বিস্ময়কর ভিডিয়ো পোস্ট করা হয়। ভয়ঙ্কর একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, নদীর ধারে আরাম করে জল পান করছে তৃষ্ণার্ত চিতাটি। এমনই সময় কুমিরটা হঠাৎ করে এসে চিতাকে জলে নিয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে চিতার ঘাড় ধরে তাকে জলে নামায় কুমিরটা। এতটাই দ্রুত যে চিতাটি তা বুঝতেও পারেনি। লড়াই করার বিন্দুমাত্র সুযোগটিও পায়নি সে। ঠিক সেই জায়গাতেই ছিল আরও দুটি চিতা। তারাও জল খাবে বলে অপেক্ষা করছিল। কিন্তু কুমিরার এহেন আক্রমণের ধরন দেখে,তারা আর জলে নামার সাহস দেখাতে পারেনি। গত ২২ এপ্রিল ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়। অল্প সময়ের মধ্যেই সেই ভিডিয়োর ভিউ ১ মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। ২৬ হাজারেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োতে। প্রচুর মানুষ কমেন্ট করেছেন,রিটুইটও করেছেন। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পরে নানাবিধ মন্তব্য করেছেন। কেউ বলেছেন, এই চিতাটি বাচ্চা ছিল। কেউ আবার বলেছেন, কুমিরটি ভাগ্যবান ছিল, তা না হলে ওই চিতাই তাকে তুলে নিয়ে যেত। একজন লিখেছেন,কুমির যদি কোনও প্রাণীর উপরে একবার দাঁত বসিয়ে দেয়,তাহলে তার পক্ষে বেঁচে ফেরা কঠিন। আর একজন লিখেছেন, ওই চিতাটি হয় তো মাঝনদীতে গিয়ে কুমিরের সঙ্গে প্রাণপণে লড়াই করছিল।

বাঘ আর কুমির,কখনই বন্ধু হতে পারে না!আর হবেটাই বা কী করে! দুজনের বিচরণের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। একজন রাজত্ব করে চলেছে জলে,আর একজন ডাঙায়। @TerrifyingNatur নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে প্রায়শই কিছু বিস্ময়কর ভিডিয়ো পোস্ট করা হয়। ভয়ঙ্কর একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, নদীর ধারে আরাম করে জল পান করছে তৃষ্ণার্ত চিতাটি। এমনই সময় কুমিরটা হঠাৎ করে এসে চিতাকে জলে নিয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে চিতার ঘাড় ধরে তাকে জলে নামায় কুমিরটা। এতটাই দ্রুত যে চিতাটি তা বুঝতেও পারেনি। লড়াই করার বিন্দুমাত্র সুযোগটিও পায়নি সে। ঠিক সেই জায়গাতেই ছিল আরও দুটি চিতা। তারাও জল খাবে বলে অপেক্ষা করছিল। কিন্তু কুমিরার এহেন আক্রমণের ধরন দেখে,তারা আর জলে নামার সাহস দেখাতে পারেনি। গত ২২ এপ্রিল ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়। অল্প সময়ের মধ্যেই সেই ভিডিয়োর ভিউ ১ মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। ২৬ হাজারেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োতে। প্রচুর মানুষ কমেন্ট করেছেন,রিটুইটও করেছেন। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পরে নানাবিধ মন্তব্য করেছেন। কেউ বলেছেন, এই চিতাটি বাচ্চা ছিল। কেউ আবার বলেছেন, কুমিরটি ভাগ্যবান ছিল, তা না হলে ওই চিতাই তাকে তুলে নিয়ে যেত। একজন লিখেছেন,কুমির যদি কোনও প্রাণীর উপরে একবার দাঁত বসিয়ে দেয়,তাহলে তার পক্ষে বেঁচে ফেরা কঠিন। আর একজন লিখেছেন, ওই চিতাটি হয় তো মাঝনদীতে গিয়ে কুমিরের সঙ্গে প্রাণপণে লড়াই করছিল।

Next Video