Weather Updates: সোমবার কলকাতায় অল্প ঝড় বৃষ্টি হতে পারে: বি সি সাধু খাঁ, আবহাওয়াবিদ
Weather: রাডার দিয়ে মেঘ তৈরি দেখা যায়। মানে কোন জায়গার আকাশে মেঘ তৈরি হচ্ছে বোঝা যায়। কোনদিকে যাচ্ছে। কোথায় কোথায় ঝড় বৃষ্টি আসছে ঘন্টা কয়েক আগে থাকতেই জানা যায়। বি সি সাধু খাঁ,আবহাওয়াবিদ জানান সোমবার কলকাতায় অল্প ঝড় বৃষ্টি হতে পারে।
রাডার দিয়ে মেঘ তৈরি দেখা যায়। মানে কোন জায়গার আকাশে মেঘ তৈরি হচ্ছে বোঝা যায়। কোনদিকে যাচ্ছে। কোথায় কোথায় ঝড় বৃষ্টি আসছে ঘন্টা কয়েক আগে থাকতেই জানা যায়। বি সি সাধু খাঁ,আবহাওয়াবিদ জানান সোমবার কলকাতায় অল্প ঝড় বৃষ্টি হতে পারে। এই রাডার অবশ্য তাৎক্ষণিক পূর্বাভাস দিতে পারে, ঝড়-বৃষ্টির। আবহাওয়ার পরিভাষায় যাকে বলা হয় নাউকাস্ট। বেশি দিনের পূর্বাভাসের জন্য আবহাওয়াবিদদের গণনার উপর নির্ভর করতে হয়।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভালো রয়েছে ফলে ঘাম হচ্ছে তবু বৃষ্টি হচ্ছে না কেন তার কারণ কিছুদিনের মধ্যেই মৌসুমী বায়ু আসার সময় শুরু হবে আবহাওয়ার পরিমণ্ডলে এখন জলীয়বাষ্প থাকলেও তা উপরে উঠে বজ্রগর্ভ মেঘ তৈরি করতে পারছে না ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না।
Published on: Jun 04, 2023 05:21 PM
Latest Videos