Balurghat News: জলের তলায় জমি,সবজি আগুন!

| Edited By: Tapasi Dutta

Sep 28, 2023 | 7:46 PM

আত্রেয়ীর জল সামান্য কমলেও এখনও জলের তলাতেই বিঘার পর বিঘার সব্জি। গত কয়েকদিন ধরে জলের তলাতেই সব্জি ডুবে থাকায় অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে। মাথায় হাত পড়েছে কৃষকদের। তার প্রভাব পড়ছে শহরের বাজারগুলিতে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। গতকাল থেকেই বালুরঘাট শহরের বাজারগুলিতে অস্বাভাবিক হারে সব্জির দাম বেড়েছে

আত্রেয়ীর জল সামান্য কমলেও এখনও জলের তলাতেই বিঘার পর বিঘার সব্জি। গত কয়েকদিন ধরে জলের তলাতেই সব্জি ডুবে থাকায় অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে। মাথায় হাত পড়েছে কৃষকদের। তার প্রভাব পড়ছে শহরের বাজারগুলিতে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। গতকাল থেকেই বালুরঘাট শহরের বাজারগুলিতে অস্বাভাবিক হারে সব্জির দাম বেড়েছে। স্থানীয় এলাকায় উৎপাদিত সবজি পটল, বেগুন, শসা, লঙ্কার দাম দ্বিগুণ বাড়ল। বাজার করতে গিয়ে দাম শুনে চক্ষু চড়কগাছ বাসিন্দাদের। তার জেরে চরম সমস্যায় পড়েছে মধ্যবিত্তরা।

শহরে বুধবার সব্জির দাম অনেকটাই বেড়েছে। গত দুইদিনের মধ্যে পটলের দাম ২০ টাকা থেকে ৪০ টাকা হয়েছে। ৩০ টাকার বেগুন ৬০ টাকা হয়েছে। লঙ্কা ১০০ টাকা থেকে ১৫০ টাকা হয়েছে। ফুলকপি ৭০ টাকা থেকে ১০০ টাকা হয়েছে। শশা ৪০ থেকে ৬০ টাকা হয়েছে। করলা ৫০ থেকে ৬০ টাকা হয়েছে। মূলত এই সব্জিগুলিই আত্রেয়ীর পারে কৃষি জমিতে বেশি চাষ হয়। তাই এই সব্জিগুলির দামই বেশি বেড়েছে। তবে বাইরে থেকে আসা সব্জির দাম একই রয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়। মূলত নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলেই বন্যা পরিস্থিতি তৈরি হয় বালুরঘাটের বিস্তীর্ণ এলাকায়। বালুরঘাট শহরের আত্রেয়ী নদী সংলগ্ন আঁখিড়াপাড়া, ডাকরা, খাসপুরে বিঘার পর বিঘা সবজি ক্ষেত বন্যার জলে ডুবে যায়। এই এলাকাতে প্রায় সব ধরনের সবজি চাষ হয়৷ পুজোর আগে নানা ধরনের শাক ও সবজি লাগিয়েছিলেন কৃষকরা৷ হঠাৎ করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া ও লাগাতার বৃষ্টির ফলে বেশির ভাগ সবজি গাছ নষ্ট হয়ে যাচ্ছে৷ বালুরঘাটের নদী সংলগ্ন এলাকার কৃষকরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে গত দুইদিন ধরে তেমন সব্জিও আসছে না শহরে। তাই স্বাভাবিকভাবেই সব্জির দাম অনেকটাই বেড়ে গিয়েছে। তবে ওয়াকিবহলের মতে আরও দাম বাড়তে পারে বলে আশঙ্কা।