WB Panchayat Election 2023: তৃণমূলের দেওয়াল লিখছে বিজেপি!

WB Panchayat Election 2023: তৃণমূলের দেওয়াল লিখছে বিজেপি!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 05, 2023 | 5:51 PM

নেশা রাজনীতি পেশা দেওয়াল লিখন। পেশার জালে পড়ে শাসক দলের দেওয়াল লিখছেন বিজেপি প্রার্থী। অভিনব সৌজন্যের ছবি ধরা পড়ছে বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের সংগ্রামপুর-শিবহাটী গ্রাম পঞ্চায়েতে।

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে প্রচারে দেওয়াল লিখনের অভিনব সৌজন্যের ছবি ধরা পড়ছে। বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের সংগ্রামপুর-শিবহাটী গ্রাম পঞ্চায়েতের সংগ্রামপুরের ১৭ নম্বর বুথে বিজেপি প্রার্থী নিলয় চক্রবর্তী। তিনি একদিকে দেওয়াল লিখন শিল্পী অন্যদিকে এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক ময়দানে নেমেছেন। এবারের গ্রামে সভার বিজেপি প্রার্থী। একদিকে বিজেপি প্রার্থী তৃণমূলের দেওয়াল লিখছেন। অন্যদিকে নিলয় বাবু তার নিজের বিজেপির প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখছেন। পাশাপাশি প্রার্থী নিজেই বিজেপির পতাকা লাগিয়ে বেড়াচ্ছেন নিজের বুথে। পেশাগত কারণে তিনি তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের বরাত পেয়েছেন। সেই ছবি দেখা গেল সংগ্রামপুর এলাকায়। বিজেপি প্রার্থী নিলয় চক্রবর্তী বলেন, “আমি একজন শিল্পী। আমার জীবনে প্রাধান্য আগে আমার পেশার। রাজনৈতিক সৌজন্যবোধের মধ্য দিয়ে এখানে শিল্পীর শিল্প কলা ফুটিয়ে তুলতে আমি নেমেছি। লড়াই হবে ভোটের দিন রাজনৈতিক ময়দানে, সেটা সম্পূর্ণ আলাদা।” অন্যদিকে তৃণমূল প্রার্থী নমিতা সরকার বলেন, “আমরা উন্নয়নের পক্ষে মানুষকে কাছে যাচ্ছি। ভোটের রাজনীতির ময়দানে এখানে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নেই। আমরা এক জায়গায় বসবাস করি। গ্রামবাসী রাজু ঘোষ জানাচ্ছেন, একই জায়গায় বাড়ি তৃণমূল ও বিজেপি প্রার্থীর। মানুষ যাকে ভালবাসবে তাকে ভোট দেবে। একই জায়গায় বসে চায়ের দোকানে আমরা চা খাই, গল্প করি, এখানে একে অপরের মধ্যে সৌজন্যবোধ আছে।