Anubrata Mondal on SIR: ‘আমাদের এখানে বাংলাদেশি, রোহিঙ্গা নেই… এসআইআর-এনআরসি করতে দেব না’, আক্রমণ অনুব্রত মণ্ডলের!
Anubrata Mondal on SIR-NRC: আগামী বিধানসভা নির্বাচনে ২৩০ আসন পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি করছেন বীরভূমের তৃণমূল নেতা কেষ্ট মণ্ডল। একটি সভামঞ্চ থেকে অনুব্রত মণ্ডল বলেন, 'আমাদের এখানে বাংলাদেশি নেই। আমার এখানে কেউ রোহিঙ্গা নেই।'
YXQIy97r
সোনালি বিবির পুশব্যাকের ইস্যু টেনে বিজেপিকে আক্রমণ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। আগামী বিধানসভা নির্বাচনে ২৩০ আসন পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি করছেন বীরভূমের তৃণমূল নেতা কেষ্ট মণ্ডল। একটি সভামঞ্চ থেকে অনুব্রত মণ্ডল বলেন, ‘আমাদের এখানে বাংলাদেশি নেই। আমার এখানে কেউ রোহিঙ্গা নেই। আমার এখানে মায়ানমার নেই। তুমি যা বলবে আমরা তাই মানব না।’
‘করতে দেব না এসআইআর, করতে দেব না এনআরসি। কেউ জেলে থাকবে না’, রীতি মতো হুঙ্কার শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়। আর এখানেই তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে ২৩০ সিট পাবে তৃণমূল কংগ্রেস।
Published on: Dec 08, 2025 01:31 PM
