Sudip Bandopadhyay: আমরা শপথ নিয়েছি পুরোনো সব আসনের রেকর্ড ভাঙ্গব: সুদীপ
২১ জুলাই শহিদ সমাবেশ ঘিরে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। শনিবার সোশ্যাল মিডিয়ায় দল যে পোস্টার প্রকাশ করেছে, সেখানে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই দেখা গেছে। কেন এই সিদ্ধান্ত? ব্যাখ্যা দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শনিবার ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের দলীয় কার্যালয়ে দলের প্রস্তুতি বৈঠকের পর সুদীপ জানান, “ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে যে পোস্টার […]
২১ জুলাই শহিদ সমাবেশ ঘিরে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। শনিবার সোশ্যাল মিডিয়ায় দল যে পোস্টার প্রকাশ করেছে, সেখানে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই দেখা গেছে। কেন এই সিদ্ধান্ত? ব্যাখ্যা দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
শনিবার ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের দলীয় কার্যালয়ে দলের প্রস্তুতি বৈঠকের পর সুদীপ জানান, “ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে যে পোস্টার এসেছে, তাতে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই রয়েছে।”
২০২৬-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার ২১ জুলাইয়ের সভাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দল। রাজ্য সভাপতি সুব্রত বক্সী জেলার নেতাদের নির্দেশ দিয়েছেন, সর্বাধিক ভিড় নিশ্চিত করতে। সুদীপ বলেন, “এবারের ২১ জুলাই শহিদ সমাবেশে সর্বকালীন রেকর্ড ভিড় হবে। একক শক্তিতে একটি দলের সভার কী পরিমাণ প্রভাব পড়তে পারে, সেটাই প্রমাণ করব।” দেখুন ভিডিয়ো