Health Problem with Underwear: রোজ পরছেন একই অন্তর্বাস? বাড়বে বিপদ

Health Problem with Underwear: রোজ পরছেন একই অন্তর্বাস? বাড়বে বিপদ

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 04, 2023 | 12:03 PM

অনেকেই কাজের চাপে অন্তর্বাস পাল্টানোর সময় পান না। দিনের পর দিন একই অন্তর্বাস পরছেন অনেকদিন ধরে। এই কারণে শরীরে নানা রোগ হতে পারে। ফাঙ্গাসের সমস্যা দেখা দিতে পারে। ফাঙ্গাসের সমস্যা থেকে হতে পারে চুলকানির সমস্যা।

অনেকেই কাজের চাপে অন্তর্বাস পাল্টানোর সময় পান না। দিনের পর দিন একই অন্তর্বাস পরছেন অনেকদিন ধরে। এই কারণে শরীরে নানা রোগ হতে পারে। ফাঙ্গাসের সমস্যা দেখা দিতে পারে। ফাঙ্গাসের সমস্যা থেকে হতে পারে চুলকানির সমস্যা। অন্তর্বাস রোজ কেচে পরবেন। না কেচে অন্তর্বাস পরলে সেখান থেকে একাধিক ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। সেই ব্যাকটেরিয়া ঘামের সংস্পর্শে এসে দুর্গন্ধ ছাড়ায়। চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে।

একই অন্তর্বাস পরলে ব়্যাশের সমস্যা দেখা দিতে পারে। সেখান থেকে চুলকানির সমস্যা সৃষ্টি হয়। চুলকানি হলেই সেখানে জ্বালা যন্ত্রনা বাড়বে। অন্তর্বাস পরলে সেখানে হাওয়া চলাচল করতে পারে না। সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন। নিজে থেকে কোনরকম মলম লাগাবেন না। এতে পরিস্থিতি বিপরীত হতে পারে। রোজ অন্তর্বাস বদলাতে হবে।