West Bengal Winter News: পৌষ শেষে ‘শীতঘুমে’ শীত, ঠান্ডা ফিরবে আদৌ?

Jan 14, 2023 | 12:57 PM

Weather Report: পশ্চিমী ঝঞ্ঝার জেরেই উত্তুরে হাওয়া ব্যাকফুটে, ঝঞ্ঝা সরে গেলে ঠান্ডা ফিরতে পারে বলেই মত মৌসম ভবনের।

কলকাতা: পৌষ শেষে শীতের দফারফা। একদিনে ৫ ডিগ্রিরও বেশি চড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা ৫ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গেও শীতঘুমে শীত, উত্তুরে হাওয়া দুর্বল হওয়ায় গা-ঢাকা দিয়েছে শীত, মত আবহবিদদের।

পশ্চিমী ঝঞ্ঝার জেরেই উত্তুরে হাওয়া ব্যাকফুটে, ঝঞ্ঝা সরে গেলে ঠান্ডা ফিরতে পারে বলেই মত মৌসম ভবনের। তাপমাত্রা মকর সংক্রান্তির মুখে বাড়তে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। যদিও এতটা বাড়ার কথা বুঝতে পারেনি গবেষকরা। কলকাতার পাশাপাশি বেড়েছে দিল্লির তাপমাত্রাও। ফলত শুধু বাংলা নয়, গোটা ভারতেই কমবেশি ঊর্ধ্বমুখী তাপমাত্রা। উত্তুরে হাওয়ার পথে বাধা পশ্চিমী কাঁটা, আর এই ঝঞ্ঝা সরলে তাপমাত্রা নামবে উত্তর কলকাতায়, জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। যদিও সেই উত্তুরে হাওয়ার কত শতাংশ কলকাতা বা বাংলা পাবে, সে বিষয়ে এখনও সন্দিহান আলিপুর আবহাওয়া দফতর।