Weather Report Today: আরও ক’দিন থাকবে শীত, কলকাতাতেই উপভোগ করুন দার্জিলিংয়ের আনন্দ

Jan 08, 2023 | 11:16 AM

Weather Report: রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.২, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম বলে খবর। তাপমাত্রা আপাতত ১২-১৩ ডিগ্রির আশেপাশে থাকবে।

কলকাতা: শীতপ্রেমীদের জন্য সুখবর। তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী, যদিও শীতের দাপট কমেনি এতটুকু। উত্তুরে হাওয়ার জেরে কনকনে ঠাণ্ডা শহর থেকে গ্রাম – সর্বত্র। শীত এখন বজায় থাকবে বাংলায়, জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী তিনদিন বজায় থাকবে শীত, কুয়াশায় ঘেরা থাকবে গ্রামবাংলা – জানাল মৌসম ভবন। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.২, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম বলে খবর। তাপমাত্রা আপাতত ১২-১৩ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী ২ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকালের দিকে দেখা যাবে কুয়াশা, খবর হাওয়া অফিস সূত্রে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া থেকে মালদা, সব জেলাতেই জবুথবু অবস্থা।

ঠাণ্ডার দৌড়ে পাহাড়কে টেক্কা দিচ্ছে সমতল। কলকাতায় ১২-১৩ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা। গতকাল কোচবিহারে তাপমাত্রা ছিল ৫.১ ডিগ্রি, যদিও দার্জিলিংয়ে তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি। শিলিগুড়িতেও কমছে তাপমাত্রা। উত্তরবঙ্গে কি তবে শৈত্যপ্রবাহের আভাস? কী জানাচ্ছে মৌসম ভবন?