Weather Update: বাংলার দিকেই আসছে অতি গভীর নিম্নচাপ!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Nov 15, 2023 | 3:23 PM

বাংলার দিকেই আসছে অতি গভীর নিম্নচাপ। সপ্তাহের শেষে দুর্যোগের আশঙ্কা উপকূলে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সুন্দরবনে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।

বাংলার দিকেই আসছে অতি গভীর নিম্নচাপ। সপ্তাহের শেষে দুর্যোগের আশঙ্কা উপকূলে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সুন্দরবনে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কাল সকাল থেকেই দমকা বাতাস বইবে উপকূলে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শক্তিশালী নিম্নচাপের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। এক, পাকা ধান নষ্ট হতে পারে। দুই, শীতের সব্জি পচে যাওয়ার আশঙ্কা। তিন, এখন মাটি ভিজলে পিছোতে পারে আলুচাষ। চার, বড়সড় বিঘ্ন ঘটার আশঙ্কা বিশ্বকাপের সেমিফাইনালে।

কাল ইডেনে মুখোমুখি হওয়ার কথা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কাল আরও শক্তি বাড়বে। তার পর বাঁক নিয়ে ওড়িশা-বাংলা উপকূলের কাছে আসবে নিম্নচাপ। স্থলভাগে ঢোকার আগে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, তা এখনও স্পষ্ট নয়।

Published on: Nov 15, 2023 03:15 PM