West Bengal Jobs: এবার রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ

| Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 18, 2023 | 8:40 AM

Mid Day Meal: এবার রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ। রাজ্যের জেলাশাসকের অফিসে কর্মী নিয়োগ। মিড-ডে-মিল প্রকল্পের অধীনে এই নিয়োগ হবে।

এবার রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ। রাজ্যের জেলাশাসকের অফিসে কর্মী নিয়োগ। মিড-ডে-মিল প্রকল্পের অধীনে এই নিয়োগ হবে। অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ। পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক ও কালেক্টরের অফিসের তরফে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। ৩ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে। ২০২৩ সালের ৩১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স হিসেব করা হবে। প্রতি মাসে বেতন মিলবে ১১ হাজার টাকা। এই পদের জন্য আলাদাভাবে কোনও আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন সিভি ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সহ একটি মুখবন্ধ খামে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। গড়বেতা ২ নং ব্লক, দাসপুর ২ নং ব্লক ও শালবনি ব্লকের জন্য নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউয়ের তারিখ ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি। ইন্টারভিউ হবে New Conference Hall, Administrative Building,Collectorate, Paschim Medinipur।

Published on: Feb 24, 2023 11:11 PM