Basirhat Visit: ভোটের হিংসার রিপোর্ট কেন্দ্রকে পাঠানো হবে, বসিরহাটে বললেন সুকান্ত
Basirhat: ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে সীমান্তবর্তী বসিরহাটে বিজেপির সুকান্ত মজুমদার। বলে এলেন, রিপোর্ট তৈরি হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হবে তা।
পঞ্চায়েত নির্বাচনের পর বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে শাসক দলের হাতে ভোট পরবর্তী হিংসার ঘটনার খবর পাচ্ছিল রাজ্য বিজেপি দপ্তর। তারপর সোমবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার নেতারা প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন। তারপর সেখান থেকে ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের উত্তরপাড়ায় যান। অভিযোগ ছিল, ভোটের পর ও ভোটের ফল বেরোনোর পর একাধিক ঘরবাড়ি ভাঙচুর ও বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। অভিযোগের তীর ছিল শাসক দলের দিকে। সেই অভিযোগের ভিত্তিতে সীমান্তবর্তী ঐ গ্রামে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখলেন সুকান্ত মজুমদার। তাদেরকে আশ্বস্ত করে জানান, তিনি তাদের পাশে সকল রকম ভাবে আছেন এবং পুরো হিংসার ঘটনার রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।