Ambergris: ১০ কেজি তিমির বমি!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jul 18, 2023 | 7:15 PM

তিমির বমির দাম আকাশছোঁয়া। লা পালামার তীর থেকে পাওয়া গিয়েছে এক বিশাল আকারের তিমি। তিমির পেট থেকে পাওয়া গিয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকার বমি। তিমির বমির পরিমাণ ৯.৫ কেজি। এক গবেষক অবাক হয়েছেন বিপুল পরিমাণ অ্যাম্বারগ্রিজ পেয়ে।

তিমির বমির নাম অ্যাম্বারগ্রিজ। এটি একটি মোমজাতীয় পদার্থ। তিমির বমির দাম আকাশছোঁয়া। লা পালামার তীর থেকে পাওয়া গিয়েছে এক বিশাল আকারের তিমি। তিমির পেট থেকে পাওয়া গিয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকার বমি। তিমির বমির পরিমাণ ৯.৫ কেজি। এক গবেষক অবাক হয়েছেন বিপুল পরিমাণ অ্যাম্বারগ্রিজ পেয়ে। তিনি আশা করেননি এই তিমির পেট থেকে এত অ্যাম্বারগ্রিজ পাওয়া যাবে।অ্যাম্বারগ্রিজ জমা হয় তিমির অন্ত্রে । এই অ্যাম্বারগ্রিজ তিমি শরীর থেকে বের করে দেয়। জানেন কি তিমির বমির দাম কেন বেশি ? তিমির বমি থেকে তৈরি হয় বিভিন্ন সাজগোজের জিনিস। এছাড়াও অ্যাম্বারগ্রিজ থেকে তৈরি হয় সুগন্ধী পারফিউম। চিকিৎসা পদ্ধতিতে তিমির বমির গুরুত্ব অসীম। তাই বাজারে তিমির বমির চাহিদা খুব বেশি।