Black Coffee Benefits: কালো কফিই ভালো
ব্ল্যাক কফির হাজারো গুন। দুধ চিনি ছাড়া কালো কফি রুখে দেয় ক্যানসার, লিভারের রোগ হাইপার টেনশন সহ একাধিক শারীরিক সমস্যা।
ব্ল্যাক কফির হাজারো গুন। দুধ চিনি ছাড়া কালো কফি রুখে দেয় ক্যানসার, লিভারের রোগ হাইপার টেনশন সহ একাধিক শারীরিক সমস্যা। শরীরকে ফ্রি র্যাডিক্যাল মুক্ত করে কালো কফি। নিয়মিত দিনে ২ কাপ কালো কফি খেলে কোলোরেক্টাল ক্যানসার, স্তন ও যকৃতের ক্যানসার প্রতিরোধ করে কালো কফি। যকৃতের স্বাস্থ্যের জন্য বেশ ভাল কালো কফি। দিনে ৪ কাপ কালো কফি খেলে লিভার সিরোসিসের ঝুঁকি কমে ৮০%। দ্রুত জীবনে প্রতিপদে টেনশন আর স্ট্রেস। টেনশন বাড়লে বাড়ে উদ্বেগ ও অবসাদ। ব্ল্যাক কফির ক্যাফেইন মুডবুস্টারের কাজ করে দুশ্চিন্তা কমায়। ফুরফুরে রাখে কালো কফি। ব্ল্যাক কফি খেলে শরীরের ইনসুলিন সক্রিয় হয়ে ওঠে। তাই সুগারকে বাগে আনে কালো কফি। টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ব্ল্যাক কফি। কালো কফি খেলে খিদে কম পায়। এই কারণে ওজন কমাতে খান কালো কফি। তবে আপনার বিশেষ কোনও শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।