Species Extinction: বিলুপ্ত হবে এক প্রজাতি

Mar 08, 2023 | 4:20 PM

Species Extinction: বিলুপ্ত হবে এক প্রজাতি...

দিনের পর দিন বিশ্ব উষ্ণায়ন যত বাড়বে,ততই তার পরিণতি খারাপ হবে। সম্প্রতি ৭০ জন বিজ্ঞানীর একটি দল জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বৈজ্ঞানিক পর্যালোচনা করেছেন। গবেষণা করতে গিয়ে দেখেছেন, এই শতাব্দীর শেষে পৃথিবীতে বিদ্যমান প্রতি ১০ টি প্রজাতির মধ্যে একটি বিলুপ্ত হয়ে যাবে। ডক্টর জিওভানি স্ট্রোনা বলেন, ‘গবেষকরা একটি সুপার কম্পিউটারের সাহায্যে পৃথিবীর একটি সিমুলেশন মডেল তৈরি করেছেন। এই সিমুলেশন মডেলটি কৃত্রিম প্রজাতির সাথে একটি ভার্চুয়াল জগতে রূপান্তরিত হয়েছিল। এরপর তাদের উপর বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা যায়’। কী এই সিমুলেশন মডেল?বিজ্ঞানীরা কৃত্রিমভাবে একটি ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করেছেন। সেখানে পৃথিবীর পরিবেশ,আবহাওয়া সবই রাখা হয়েছে। এবার ওই পরিবেশে যথেচ্ছভাবে মাটির ব্যবহার, গ্লোবাল ওয়ার্মিংয়ের বিষয়গুলি বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেছেন। সেখানে পৃথিবীতে থাকা নানা প্রজাতির জীব ও উদ্ভিদও রাখা হয়েছে।তারা ওই পরিবেশ ও আবহাওয়ায় বেঁচে থাকছে না নিশ্চিহ্ন হচ্ছে, সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্য়মেই যে ফলাফল সামনে এসেছে,তাতে বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন। ২৭ শতাংশ পর্যন্ত প্রজাতি মারা যেতে পারে।ডক্টর জিওভানি স্ট্রোনা জানাচ্ছেন, ‘সিমুলেশনে আমরা দেখেছি যে,২৭% প্রজাতি সবচেয়ে খারাপভাবে মারা যেতে পারে। প্রভাব মাঝারি হলেও,১৩% প্রাণী এবং গাছপালা বিলুপ্ত হয়ে যাবে।এটিকে আমরা একটি অনন্য গবেষণা হিসেবে দেখছি’।