Adenovirus News: কী করে বুঝবেন আপনি অ্যাডিনোয় আক্রান্ত?

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 11, 2023 | 8:20 PM

কী লক্ষণ অ্যাডিনোর। অ্যাডিনোর সংক্রমণ নিশ্চিত করার জন্য কি কোনও রকমের পরীক্ষা আছে? কী কী সাবধানতা অবলম্বন করবেন ?

Follow Us

করোনার পর এবার শিয়রে অ্যাডিনো। সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে নাকি বাংলা। সিজন চেঞ্জ। কনকনে ঠাণ্ডার পর গনগনে গরমের মরসুম শুরু হয়েছে। ঘরে ঘরে জ্বর সর্দি কাশি । এই অবস্থায় কতটা সুরক্ষিত আমি আপনি? ঘুসঘুসে জ্বর। খুসখুসে কাশি। শরীর জোড়া ক্লান্তি। আপনারও কি এরকম কোনও উপসর্গ দেখা দিচ্ছে ? কী ভাবছেন অ্যাডিনোর সংক্রমণে কাবু হচ্ছেন? আজ এই ভিডিওতে এবিষয়ে টিভি নাইন বাংলা ডিজিটালের দর্শকদের জানাচ্ছেন বক্ষরোগ বিশেষজ্ঞ ডাঃ আসিফ ইকবাল। ডাঃ ইকবাল জানালেন কাদের বেশি হচ্ছে এই সংক্রমণ । কী লক্ষণ অ্যাডিনোর। অ্যাডিনোর সংক্রমণ নিশ্চিত করার জন্য কি কোনও রকমের পরীক্ষা আছে? কী কী সাবধানতা অবলম্বন করবেন ? কোন কোন সতর্কতা অবলম্বন করবেন এসময়ে। হয়ত আপনার নেওয়া আছে কোভিড ভ্যাকসিন। কিন্তু করোনার সেই ভ্যাকসিন কতটা আটকাবে অ্যাডিনো?

করোনার পর এবার শিয়রে অ্যাডিনো। সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে নাকি বাংলা। সিজন চেঞ্জ। কনকনে ঠাণ্ডার পর গনগনে গরমের মরসুম শুরু হয়েছে। ঘরে ঘরে জ্বর সর্দি কাশি । এই অবস্থায় কতটা সুরক্ষিত আমি আপনি? ঘুসঘুসে জ্বর। খুসখুসে কাশি। শরীর জোড়া ক্লান্তি। আপনারও কি এরকম কোনও উপসর্গ দেখা দিচ্ছে ? কী ভাবছেন অ্যাডিনোর সংক্রমণে কাবু হচ্ছেন? আজ এই ভিডিওতে এবিষয়ে টিভি নাইন বাংলা ডিজিটালের দর্শকদের জানাচ্ছেন বক্ষরোগ বিশেষজ্ঞ ডাঃ আসিফ ইকবাল। ডাঃ ইকবাল জানালেন কাদের বেশি হচ্ছে এই সংক্রমণ । কী লক্ষণ অ্যাডিনোর। অ্যাডিনোর সংক্রমণ নিশ্চিত করার জন্য কি কোনও রকমের পরীক্ষা আছে? কী কী সাবধানতা অবলম্বন করবেন ? কোন কোন সতর্কতা অবলম্বন করবেন এসময়ে। হয়ত আপনার নেওয়া আছে কোভিড ভ্যাকসিন। কিন্তু করোনার সেই ভ্যাকসিন কতটা আটকাবে অ্যাডিনো?

Next Video