Adenovirus News: কী করে বুঝবেন আপনি অ্যাডিনোয় আক্রান্ত?
কী লক্ষণ অ্যাডিনোর। অ্যাডিনোর সংক্রমণ নিশ্চিত করার জন্য কি কোনও রকমের পরীক্ষা আছে? কী কী সাবধানতা অবলম্বন করবেন ?
করোনার পর এবার শিয়রে অ্যাডিনো। সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে নাকি বাংলা। সিজন চেঞ্জ। কনকনে ঠাণ্ডার পর গনগনে গরমের মরসুম শুরু হয়েছে। ঘরে ঘরে জ্বর সর্দি কাশি । এই অবস্থায় কতটা সুরক্ষিত আমি আপনি? ঘুসঘুসে জ্বর। খুসখুসে কাশি। শরীর জোড়া ক্লান্তি। আপনারও কি এরকম কোনও উপসর্গ দেখা দিচ্ছে ? কী ভাবছেন অ্যাডিনোর সংক্রমণে কাবু হচ্ছেন? আজ এই ভিডিওতে এবিষয়ে টিভি নাইন বাংলা ডিজিটালের দর্শকদের জানাচ্ছেন বক্ষরোগ বিশেষজ্ঞ ডাঃ আসিফ ইকবাল। ডাঃ ইকবাল জানালেন কাদের বেশি হচ্ছে এই সংক্রমণ । কী লক্ষণ অ্যাডিনোর। অ্যাডিনোর সংক্রমণ নিশ্চিত করার জন্য কি কোনও রকমের পরীক্ষা আছে? কী কী সাবধানতা অবলম্বন করবেন ? কোন কোন সতর্কতা অবলম্বন করবেন এসময়ে। হয়ত আপনার নেওয়া আছে কোভিড ভ্যাকসিন। কিন্তু করোনার সেই ভ্যাকসিন কতটা আটকাবে অ্যাডিনো?