Whatsapp Privacy Policies: সাবধান, হোয়াটসঅ্যাপ আড়ি পাতছে!

May 14, 2023 | 6:22 PM

Whatsapp: হোয়াটসঅ্যাপ আমরা প্রায় সবাই ব্যবহার করি। হোয়াটসঅ্যাপ নিয়ে বিতর্ক যেন থামছে না। কেন্দ্রের সঙ্গে ঝামেলা লেগে ছিল হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে।

হোয়াটসঅ্যাপ আমরা প্রায় সবাই ব্যবহার করি। হোয়াটসঅ্যাপ নিয়ে বিতর্ক যেন থামছে না। কেন্দ্রের সঙ্গে ঝামেলা লেগে ছিল হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে। সেই বিতর্ক শেষ হতে না হতেই আবার শুরু বিতর্ক। এক ব্যক্তির অভিযোগ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে স্মার্টফোনের মাইক্রোফোন । তিনি শেয়ার করেছেন একটি স্ক্রিনশট। সেখানে তিনি মাইক্রোফোনের ইউসেজ ডেটা দেখিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দেন তিনি এই বিষয়টি দেখছেন। এই বিষয়ে তদন্তের আশ্বাস দেন। কেন্দ্র একটি বিল নিয়ে আসে নাগরিকদের ডেটা সুরক্ষিত করতে। এই নিয়ম লঙ্ঘন করলে সরকার কড়া পদক্ষেপ নেবে। হোয়াটসঅ্যাপ দাবি করে, যান্ত্রিক ত্রুটির জন্য এই সমস্যাটি হতে পারে। হোয়াটসঅ্যাপ জানায়,মাইক্রোফোনের সেটিংসের নিয়ন্ত্রণ ইউজারদের হাতে। ইউজাররা অনুমতি দিলে তখনই হোয়াটসঅ্যাপ মাইক্রোফোন অ্যাক্সেস করে। এই মাইক্রোফোন অ্যাক্সেস করে হোয়াটসঅ্যাপ ভয়েস নোট এবং ভয়েস কল রেকর্ড করে। এই কল হোয়াটসঅ্যাপ শুনতে পারেনা। হোয়াটসঅ্যাপের দাবি প্রাপক ও প্রেরক ছাড়া কেউ এই তথ্য পায় না। কারণ এই পরিষেবা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড।