Kunal Ghosh on Bangladesh Unrest: ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল

Dec 01, 2024 | 11:29 AM

Bangladesh Crisis: চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশের এই অবস্থা নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ। BSF তথা কেন্দ্রের বিরুদ্ধেই সুর চড়ালেন কুণাল। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতেও গেরুয়াশিবিরকেই কাঠগড়ায় তুললেন ঘাসফুল মুখপাত্র। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে কী বললেন কুণাল ঘোষ?

চিন্ময়কৃষ্ণ মহাপ্রভুর গ্রেফতারির পর থেকেই ফের উত্তাল বাংলাদেশ। পড়শি দেশের টগবগে রাজনৈতিক পরিস্থিতির আঁচ যথাযথভাবেই পড়েছে এ দেশের সার্বিক আবহে। এমতাবস্থায় বাংলার রাজনৈতিক পারদও ক্রমশ চড়েছে অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন বারংবার ‘তোষণনীতি’র অভিযোগ এনেছে গেরুয়াশিবির, তখন ঘুরিয়ে পাল্টা দিতে ছাড়েননি ঘাসফুল মুখপাত্র কুণাল ঘোষ!

“বিরোধী দলনেতা তো ওৎ পেতে থাকেন…”, বাংলাদেশ ইস্যুতে নানাবিধ ‘হেট স্পিচ’ প্রসঙ্গে এবার শুভেন্দুকে এইভাবেই বিঁধলেন কুণাল। তাঁর সাফ বক্তব্য, “অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করলে, ভারতের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ এবং সংহতিপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। প্রতিবেশী রাষ্ট্রে সাম্প্রদায়িক বিভেদ মাথাচাড়া দিলেও বাংলায় তার প্রবল প্রভাব পড়ার সম্ভাবনা কমই।” সম্প্রতি কলকাতায় গ্রেফতার হয়েছেন বাংলাদেশের সম্ভাব্য BNP নেতা। এই প্রসঙ্গেও BSF তথা কেন্দ্রের বিরুদ্ধেই সুর চড়ালেন কুণাল। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতেও গেরুয়াশিবিরকেই কাঠগড়ায় তুললেন ঘাসফুল মুখপাত্র।